News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:১৮, ৫ নভেম্বর ২০২৫

আরও এক দেশে যেতে ভিসা লাগবে না বাংলাদেশিদের

আরও এক দেশে যেতে ভিসা লাগবে না বাংলাদেশিদের

ফাইল ছবি

এখন থেকে এশিয়ার আরেকটি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন বাংলাদেশের কূটনৈতিক, অফিসিয়াল ও সার্ভিস পাসপোর্টধারীরা। 

সম্প্রতি দক্ষিণ-পূর্ব এশিয়ার রাষ্ট্র তিমুর-লেস্তের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতির একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণ এবং আন্তঃদেশীয় সম্পর্ককে আরও শক্তিশালী ও ফলপ্রসূ করার লক্ষ্যে বাংলাদেশ বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিকভাবে ভিসা অব্যাহতির চুক্তি সম্পাদন করে আসছে। তিমুর-লেস্তের সঙ্গে স্বাক্ষরিত সর্বশেষ চুক্তিটি সেই ধারাবাহিকতারই অংশ।

আরও পড়ুন: এক ইঞ্চিও ছাড় দেবে না সরকার: প্রেস সচিব

এই চুক্তির ফলে বাংলাদেশি কূটনৈতিক, অফিসিয়াল ও সার্ভিস পাসপোর্টধারীরা তিমুর-লেস্তে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন, যা দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বাংলাদেশ এশিয়ার ২১টি, ইউরোপের ৪টি, আফ্রিকার ১টি এবং আমেরিকার ৩টি দেশের সঙ্গে মোট ২৯টি দেশের সঙ্গে ভিসা অব্যাহতির চুক্তি স্বাক্ষর করেছে। এসব চুক্তি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ও বাণিজ্যিক সম্ভাবনা সম্প্রসারণে সহায়ক ভূমিকা পালন করছে।

তিমুর-লেস্তের সঙ্গে এই নতুন চুক্তি বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্কের পরিসরকে আরও বিস্তৃত করবে এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে সংযোগ জোরদারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়