News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৪৬, ৫ নভেম্বর ২০২৫

এক ইঞ্চিও ছাড় দেবে না সরকার: প্রেস সচিব

এক ইঞ্চিও ছাড় দেবে না সরকার: প্রেস সচিব

ফাইল ছবি

নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের যেকোনো ধরনের কর্মসূচি—মিছিল, সভা-সমাবেশ কিংবা ঝটিকা কার্যক্রম—আইনের আওতায় কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সরকার এক ইঞ্চিও ছাড় দেবে না।

বুধবার (০৫ নভেম্বর) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব এ মন্তব্য করেন।

শফিকুল আলম বলেন, সরকারি আদেশে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ। কেউ যদি এই নিষিদ্ধ দলের পক্ষে সভা, মিছিল বা যেকোনো ধরনের রাজনৈতিক কার্যক্রমে অংশ নিতে চান, তাদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর সকল সদস্যকে সে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা ঢাকার কসাই। তার বিরুদ্ধে শত শত ছেলে-মেয়েকে খুন করার অভিযোগ রয়েছে। তাকে ‘বুচার অব বেঙ্গল’ বলা হয়। তিনি পাশের দেশে বসে কী করছেন, কী নির্দেশ দিচ্ছেন—সবই সরকারের মনিটরিংয়ে রয়েছে।

আরও পড়ুন: ১৫ ফেব্রুয়ারির আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রেস সচিব

প্রেস সচিবের ভাষ্য অনুযায়ী, নিষিদ্ধ দল আওয়ামী লীগ এখন আইসিটিসহ সব জায়গায় নিষিদ্ধ সংগঠন হিসেবে বিবেচিত। 

তিনি বলেন, শেখ হাসিনার উসকানিতে কেউ যদি মিছিল-মিটিংয়ের মতো কার্যক্রমে অংশ নেন, তাদের বিরুদ্ধেও আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।

ফ্যাসিস্ট নেতৃত্বে উদ্বুদ্ধ হয়ে কেউ যদি আওয়ামী লীগের পক্ষে রাস্তায় নামেন, তাদের জন্যও কোনো ছাড় থাকবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন শফিকুল আলম। “এই জায়গায় সরকার এক ইঞ্চি ছাড় দেবে না,”—জোর দিয়ে বলেন তিনি।

তিনি আরও জানান, সরকার আইনশৃঙ্খলা রক্ষায় কোনো শিথিলতা দেখাবে না এবং নিষিদ্ধ রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে।

এই হুঁশিয়ারির মাধ্যমে সরকার স্পষ্ট করেছে, নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের পক্ষে যেকোনো ধরনের প্রকাশ্য কার্যক্রমকে কঠোরভাবে দমন করা হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়