News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:৩৭, ৫ নভেম্বর ২০২৫

প্রতারণার অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে মামলা

প্রতারণার অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত

জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী তানজিন নাহার তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা করেছে অনলাইনভিত্তিক ফ্যাশন হাউস ‘অ্যাপোনিয়া’। 

বুধবার (০৫ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১৮ নম্বর কোর্টে দণ্ডবিধির ৪২০ ও ৪০৬ ধারায় মামলাটি দায়ের করেন প্রতিষ্ঠানটির নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম। মামলার নম্বর: সি.আর ৯৬২/২০২৫।

মামলার অভিযোগে বলা হয়েছে, অ্যাপোনিয়ার অনলাইন পেজ থেকে ২৮ হাজার ৮০০ টাকার একটি শাড়ি গ্রহণ করেন তানজিন তিশা। প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি অনুযায়ী, তিনি শাড়িটি পরে নিজের ফেসবুক পেজে অ্যাপোনিয়ার প্রচারণা করবেন—এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু দীর্ঘ ১০ মাস পেরিয়ে গেলেও তিনি সেই প্রতিশ্রুতি পালন করেননি। 

অভিযোগে আরও বলা হয়, তিশা শাড়িটির মূল্য পরিশোধ করেননি এবং প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন।

অ্যাপোনিয়ার পক্ষ থেকে জানানো হয়, গত ১৮ জানুয়ারি শাড়িটি তিশার বাসায় পৌঁছে দেওয়া হয়। এরপর থেকে তিনি ভয়েস মেসেজ ও হোয়াটসঅ্যাপে বার্তা দিয়ে বারবার আশ্বস্ত করেন যে শিগগিরই প্রমোশন করবেন। কিন্তু ছয় মাসের বেশি সময় ধরে কোনো যোগাযোগ না রেখে প্রতিষ্ঠানটির অনুরোধ উপেক্ষা করেন।

ঘটনার পরিপ্রেক্ষিতে গত ২২ অক্টোবর তানজিন তিশার ঠিকানায় ডাকযোগে এবং হোয়াটসঅ্যাপে একটি আইনি নোটিশ পাঠায় অ্যাপোনিয়া কর্তৃপক্ষ। নোটিশে এক সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণ প্রদানের পাশাপাশি প্রতিষ্ঠানটির কর্ণধার ঝিনুককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা “মিথ্যাচারের” জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিশা কোনো জবাব দেননি।

এরপর অ্যাপোনিয়ার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সলিমুল্লাহ সরকার মামলাটি দায়ের করেন। 

আরও পড়ুন: সম্পর্ক মানে নিয়ন্ত্রণ নয়, বোঝাপড়া ও বন্ধুত্ব: মিথিলা

তিনি গণমাধ্যমে বলেন, তানজিন তিশার মতো একজন তারকা নারী উদ্যোক্তার সঙ্গে প্রতারণা করেছেন, যা কাম্য নয়। তিনি চাইলে বিষয়টি সমাধান করতে পারতেন, কিন্তু তা না করে ভেরিফায়েড ফেসবুক পেজে মানহানিকর স্ট্যাটাস দিয়ে সামাজিকভাবে হেয় করেছেন।

মামলায় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন জানানো হলে ম্যাজিস্ট্রেট জুয়েল রানা অভিযোগটি আমলে নিয়ে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা সংস্থাকে (ডিবি) তদন্তের নির্দেশ দেন। আদালত আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা নির্ধারণ করেছেন।

তানজিন তিশা এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে দাবি করেন, শাড়িটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। 

তিনি লিখেন, গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক। 

তবে মামলার বিষয়ে জানতে চাইলে তাকে ফোন করা হলেও সাড়া পাওয়া যায়নি।

ঘটনার পরপরই তিশার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। 

অনেকে দাবি করেন, অ্যাপোনিয়ার কর্ণধার ঝিনুকের সঙ্গে তিশার ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও ভয়েস মেসেজে কথোপকথন পর্যালোচনায় প্রতারণার সত্যতা পাওয়া গেছে।

অন্যদিকে, এই সময়টাতেই তিশা শাকিব খানের ‘সোলজার’ সিনেমার ইউনিটে কাজ করছেন। সিনেমা মুক্তির মাধ্যমে বড় পর্দায় অভিষেকের অপেক্ষায় থাকা এই অভিনেত্রী এখন আইনি জটিলতায় জড়িয়ে পড়ায় তার ক্যারিয়ারেও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

অ্যাপোনিয়ার কর্ণধার ঝিনুক বলেন, শিল্পীদের মানুষের জন্য কাজ করার কথা। তারা যদি এভাবে প্রতারণা করেন, মানুষের বিশ্বাস ভঙ্গ করেন, সেটা অত্যন্ত দুঃখজনক। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আশা করি ন্যায়বিচার পাবো।

এই মামলার মধ্য দিয়ে তানজিন তিশার বিরুদ্ধে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে আইনি প্রক্রিয়া শুরু হলো। বিষয়টি এখন তদন্তাধীন, এবং পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে ডিবি পুলিশের প্রতিবেদন ও আদালতের নির্দেশনার ওপর।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়