বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া
ছবি: সংগৃহীত
আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসন থেকে বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। দলটি এখনো ওই আসনে কোনো প্রার্থী ঘোষণা করেনি।
বুধবার (৫ নভেম্বর) সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
রেজা কিবরিয়া বলেন, আমি বিএনপিতে যোগদান করেছি। প্রাথমিক সদস্য ফরমও পূরণ করেছি। কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে যোগদান করব। অবশ্যই আমি ধানের শীষে নির্বাচন করব আমার এলাকায়।
তিনি আরও জানান, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে একই আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন। সে সময় তিনি গণফোরামের সাধারণ সম্পাদক ছিলেন এবং ঐক্যফ্রন্টের ব্যানারে নির্বাচন করেন। যদিও নির্বাচনে পরাজিত হন।
রেজা কিবরিয়ার রাজনৈতিক যাত্রা শুরু হয় গণফোরামে যোগদানের মাধ্যমে। এরপর তিনি দলটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তিনি সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদে যোগ দিয়ে আহ্বায়কের দায়িত্ব গ্রহণ করেন। কিছুদিন না যেতেই নুরের সঙ্গে মতবিরোধ দেখা দেয় এবং দলটি বিভক্ত হয়ে যায়। একাংশের নেতৃত্বে ছিলেন নুর, অন্য অংশের নেতৃত্বে রেজা কিবরিয়া। পরে তিনি ‘আমজনতার দল’ নামে একটি নতুন রাজনৈতিক সংগঠন গঠন করে আহ্বায়ক হন।
আরও পড়ুন: গণসংযোগের সময় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ
তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি কিছুদিন পর সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ান এবং গণঅধিকার পরিষদের পদও ছেড়ে দেন। সাম্প্রতিক বছরগুলোতে তিনি কোনো রাজনৈতিক দলে সরাসরি সম্পৃক্ত ছিলেন না এবং রাজনীতিতে তেমন সক্রিয়ও ছিলেন না।
বিএনপির কেন্দ্রীয় নেতাদের কেউ কেউ জানিয়েছেন, রেজা কিবরিয়ার যোগদানের বিষয়ে তারা এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানেন না। তবে দলটির ঘোষিত ২৩৭টি আসনের প্রার্থী তালিকায় হবিগঞ্জ-১ আসনটি ফাঁকা রাখা হয়েছে। জেলার চারটি আসনের মধ্যে বাকি তিনটিতে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদান এবং নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে অর্থমন্ত্রীর দায়িত্ব পালনকারী প্রয়াত শাহ এএসএম কিবরিয়ার পুত্র হিসেবে রেজা কিবরিয়ার রাজনৈতিক অবস্থান সবসময়ই আলোচিত থেকেছে। এবার বিএনপিতে যোগ দিয়ে তিনি আবারও আলোচনার কেন্দ্রে এসেছেন।
নিউজবাংলাদেশ.কম/পলি








