News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:১২, ৯ নভেম্বর ২০২৫

মধ্যরাতে মোহাম্মদপুরে গ্যারেজে আগুন, সিলিন্ডার বিস্ফোরণ

মধ্যরাতে মোহাম্মদপুরে গ্যারেজে আগুন, সিলিন্ডার বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় ইউল্যাব ইউনিভার্সিটির পাশে একটি গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

শনিবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ ইসলাম জানান, আগুন লাগার খবর পাওয়ার পরপরই দুটি ইউনিট পাঠানো হয় এবং তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: টঙ্গীতে তুলার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্যারেজে থাকা একটি পিকআপ, একটি অ্যাম্বুলেন্স ও একটি প্রাইভেটকার (অন্য সূত্রে তিনটি মাইক্রোবাস) পুড়ে গেছে। 

প্রত্যক্ষদর্শীদের দাবি, মোটরসাইকেলে করে আসা তিনজন ব্যক্তি গ্যারেজে আগুন ধরিয়ে পালিয়ে যায়। এতে একটি গাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন দ্রুত পাশের অন্য গাড়িগুলোতে ছড়িয়ে পড়ে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বলেন, স্থানীয়দের মতে কয়েকজন মোটরসাইকেল আরোহী পেট্রোল বোমার মতো কিছু ছুড়ে আগুন লাগিয়ে দিয়ে যায়। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং কাছাকাছি এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে।

আগুনের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়