News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:১৭, ৮ নভেম্বর ২০২৫

কাকরাইলে গির্জায় ককটেল হামলা

কাকরাইলে গির্জায় ককটেল হামলা

ছবি: সংগৃহীত

রাজধানীর কাকরাইল এলাকায় অবস্থিত সেন্ট মেরি’স ক্যাথেড্রাল গির্জা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

শুক্রবার (৬ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, অজ্ঞাত দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়, অপরটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে।

পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বোম্ব ডিসপোজাল ইউনিট উদ্ধারকৃত ককটেলটি নিষ্ক্রিয় করে। পাশাপাশি ডিএমপির ডগ স্কোয়াডও তল্লাশি চালায়।

পুলিশ জানিয়েছে, কারা বা কেন এ ঘটনায় জড়িত তা এখনো জানা যায়নি। তদন্ত চলছে।

আরও পড়ুন: ঢাকায় আনা হলো গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহকে

গির্জা সূত্রে জানা গেছে, শনিবার সকালে সেন্ট মেরি’স ক্যাথেড্রাল প্রাঙ্গণে একটি ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে। এতে দেশের বিভিন্ন গির্জা থেকে প্রায় ৬০০ অতিথি অংশ নেবেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়