News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪৮, ৮ নভেম্বর ২০২৫
আপডেট: ১২:০৩, ৮ নভেম্বর ২০২৫

নেতানিয়াহুসহ ৩৭ ইসরায়েলির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

নেতানিয়াহুসহ ৩৭ ইসরায়েলির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

ফাইল ছবি

গাজায় ইসরায়েলি হামলার সময় সংঘটিত যুদ্ধাপরাধ ও নৃশংসতার অভিযোগে ইস্তানবুলের প্রধান পাবলিক প্রসিকিউটরের কার্যালয় ৩৭ জন ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। 

শুক্রবার (৮ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

পরোয়ানার মধ্যে রয়েছেন-  ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ, জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির, সীমান্ত ও নিরাপত্তামন্ত্রী ইয়াল জামির, এবং নৌবাহিনীর কমান্ডার ডেভিড সার সালামাস।

তদন্তে গাজার বেসামরিক নাগরিক ও অবকাঠামোর ওপর পরিকল্পিত হামলা, মানবিক সহায়তা বাধাগ্রস্ত করা এবং চিকিৎসা সহায়তার অ্যাক্সেস বন্ধ করার অভিযোগ উঠে এসেছে। প্রসিকিউটররা ২০২৩ সালের অক্টোবরের নির্দিষ্ট ঘটনাগুলোর উল্লেখ করেছেন, যার মধ্যে রয়েছে ১৭ ও ২১ অক্টোবরের আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে হামলা।

আরও পড়ুন: অবৈধ প্রবাসীদের জন্য নতুন ডিজিটাল উদ্যোগ নিলো সৌদি

এছাড়া, ২০২৪ সালের ১ এপ্রিল ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের সহায়তা কর্মীদের ওপর হামলার ঘটনাও তদন্তে অন্তর্ভুক্ত রয়েছে। প্রসিকিউটররা বলেছেন, এসব ঘটনা ইসরায়েলি সামরিক অভিযানের অংশ হিসেবে পরিকল্পিতভাবে সংঘটিত হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়