শাটডাউনে যুক্তরাষ্ট্রে বিমান চলাচলে বিপর্যয়, শত শত ফ্লাইট বাতিল
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের দীর্ঘতম শাটডাউনের (সরকারি অচলাবস্থা) কারণে দেশটিতে বিমান চলাচলে মারাত্মক বিপর্যয় দেখা দিয়েছে। নিরাপত্তা সংকট ও জনবল ঘাটতির কারণে ৪০টি প্রধান বিমানবন্দরে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৬টা থেকে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এর নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকর হয়। আন্তর্জাতিক ফ্লাইটগুলো এ নির্দেশনার বাইরে রয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
সংবাদমাধ্যমটি জানায়, সরকারি অচলাবস্থার কারণে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ফ্লাইটের প্রায় ৪ শতাংশ বাতিল হয়েছে। প্রাথমিকভাবে ৭০০টি ফ্লাইট বাতিল হয়, যার মধ্যে রয়েছে আমেরিকান এয়ারলাইনস, ডেলটা, সাউথওয়েস্ট ও ইউনাইটেড এয়ারলাইনসের ফ্লাইট। এফএএ জানিয়েছে, শাটডাউন অব্যাহত থাকলে মঙ্গলবার থেকে বাতিলের হার ৬ শতাংশে এবং ১৪ নভেম্বরের মধ্যে তা ১০ শতাংশে পৌঁছাতে পারে।
আমেরিকান এয়ারলাইনস জানিয়েছে, শুক্রবার ২২০টি ফ্লাইট বাতিলের ফলে প্রায় ১২ হাজার যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন। কোম্পানির প্রধান নির্বাহী রবার্ট আইসম বলেন, “প্রাথমিক কাটছাঁট যাত্রীদের জন্য বড় ধরনের বিঘ্ন ঘটাবে না, তবে পরিস্থিতি দীর্ঘায়িত হলে তা মারাত্মক আকার নিতে পারে।”
ইউনাইটেড এয়ারলাইনসও শুক্রবার ১৮৪টি ফ্লাইট বাতিল করেছে। সংস্থাটি জানিয়েছে, শনিবার ১৬৮ এবং রবিবার ১৫৮টি ফ্লাইট বাতিলের পরিকল্পনা রয়েছে। প্রভাবিত যাত্রীদের অর্ধেককে চার ঘণ্টার মধ্যে বিকল্প ফ্লাইটে পুনরায় বুক করা সম্ভব হয়েছে।
পরিবহন সচিব শন ডাফি জানান, শুরুতে ১০ শতাংশ ফ্লাইট কমানোর পরিকল্পনা থাকলেও, হঠাৎ বড় কাটছাঁটের কারণে আরও বিশৃঙ্খলা এড়াতে ধাপে ধাপে ৪ শতাংশ ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি আরও বলেন, “নিয়ন্ত্রণ কক্ষে প্রতিক্রিয়া ধীর হচ্ছে, কন্ট্রোলাররা চাপে আছেন, নিরাপত্তা সূচকগুলোও নেতিবাচক দিকে যাচ্ছে।”
আরও পড়ুন: বাংলাদেশের সীমান্ত ঘেঁষে সেনা ঘাঁটি ও সেনা স্টেশন করল ভারত
রয়টার্স জানায়, বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রতিদিন প্রায় ২৫ হাজার অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালিত হয়। চলমান অচলাবস্থায় ১৩ হাজার এয়ার ট্রাফিক কন্ট্রোলার ও ৫০ হাজার নিরাপত্তাকর্মী বিনা বেতনে কাজ করছেন। এতে এফএএর সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বিমান নিরাপত্তা ব্যবস্থায় নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, শাটডাউন যদি নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত স্থায়ী হয়, তাহলে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ আকাশপথে বড় ধরনের সংকট দেখা দিতে পারে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








