আইসক্রিম বিক্রি করেন দেবের সহ-অভিনেতা সুরজিৎ
ছবি: সংগৃহীত
একসময় পর্দায় ভয়ের ছাপ ফেলে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন ওপার বাংলার খলনায়ক সুরজিৎ সেন। নায়ক দেবের সঙ্গে ‘হিরোগিরি’, ‘রংবাজ’, ‘চ্যালেঞ্জ ২’, ‘বিন্দাস’সহ জনপ্রিয় ছবিতে কাজ করে তিনি খ্যাতি পেয়েছিলেন।
কিন্তু এখন প্রায় পাঁচ বছর ধরে পর্দার বাইরে সুরজিৎ। জীবিকা চলে কলকাতার ব্যারাকপুরে নিজের মুদির দোকান থেকেই। দোকানে আইসক্রিম, পানীয় ও নিত্যপ্রয়োজনীয় জিনিস বিক্রি করেন। ভারতীয় গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, ১৯৯৮ থেকে ২০২০ পর্যন্ত অভিনয় করেছেন, অথচ উপার্জন মাত্র পাঁচ লাখ টাকা- পরিস্থিতি ছিল চরম কষ্টের।
সুরজিতের দাবি, রাজনীতির প্রভাবেই চলচ্চিত্রে কাজ পাওয়া বন্ধ হয়ে গেছে। তিনি বলেন, “তৃণমূল ক্ষমতায় আসার পর ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া কঠিন হয়ে গেছে। কিন্তু আমি কখনও রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না।”
আরও পড়ুন: ক্যাটরিনার কোলে পুত্রসন্তান
অভিনয়ে ফেরার ইচ্ছা নেই জানিয়ে সুরজিৎ বলেন, “এখন আমার ভরসা এই দোকান। এখান থেকেই সংসার চলে, এটাকেই ধরে রাখতে চাই।”
নিউজবাংলাদেশ.কম/এসবি








