ক্রিকেটে বেটিং রুখতে কঠোর অবস্থানে বিসিবি
ফাইল ছবি
দেশের ক্রিকেটকে বেটিংয়ের কালো ছায়া থেকে মুক্ত রাখতে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সম্প্রতি বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ চলাকালে মাঠের ভেতরে ও বাইরে বেটিংয়ে জড়িত ৬ জনকে আটক করা হয়েছে।
বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এক পডকাস্টে জানান, ক্রিকেট থেকে বেটিং সম্পূর্ণ নির্মূল করাই এখন বিসিবির প্রধান লক্ষ্য।
তিনি বলেন, “আমরা জানি এতে ঝুঁকি আছে, এমনকি প্রাণনাশের হুমকিও এসেছে। তবুও আমরা এটাকে যুদ্ধ হিসেবে নিয়েছি—যা হওয়ার হবে।”
বুলবুল আরও জানান, বেটিং নেটওয়ার্ক এতটাই বিস্তৃত যে ঘরোয়া ক্রিকেটেও ঢোকার চেষ্টা চলছে। এমনকি স্টেডিয়ামের পাশের ভবন ভাড়া নিয়ে সেখান থেকেও এসব অবৈধ কার্যক্রম পরিচালিত হচ্ছে। “আমরা জেনেছি, মাত্র এক লাখ টাকায় আশপাশের ভবন ভাড়া নেওয়া হয়, আর সেখান থেকেই বেটিং চালানো হয়,” বলেন তিনি।
বেটিং দমন কার্যক্রমকে আরও শক্তিশালী করতে বিসিবি সম্প্রতি সাবেক আইসিসি অ্যান্টি-করাপশন ইউনিট প্রধান অ্যালেক্স মার্শালকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে। পাশাপাশি সাবেক পুলিশ ও সেনা কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করে বোর্ডের অ্যান্টি-করাপশন ইউনিটকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বুলবুল বলেন, “আমরা ইউনিটটাকে আরও শক্তিশালী করছি। এটি শুধু মাঠে নয়, পুরো ক্রিকেট কাঠামোর মধ্যেই বেটিং প্রতিরোধে কাজ করবে।”
আরও পড়ুন: টাইগারদের ব্যাটিং ধস, উইন্ডিজ ১৬ রানে জয়
তিনি আরও যোগ করেন, “শুধু দুর্নীতি দমন নয়, আমরা দেশের ক্রিকেটের বিকাশেও কাজ করছি। ভারতের মতো আমরাও চাই প্রতিটি অঞ্চল থেকে ক্রিকেটার উঠে আসুক। ক্রিকেটকে এমন এক সংস্কৃতির অংশ হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে মা-মেয়ে, বাবা-ছেলে একসঙ্গে খেলবে।”
নিউজবাংলাদেশ.কম/এসবি








