জাহানারার অভিযোগে তদন্তের দাবি মাশরাফির
ছবি: সংগৃহীত
বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগে তোলপাড় শুরু হয়েছে ক্রিকেটপাড়ায়। তিনি জাতীয় দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।
গণমাধ্যমে বিষয়টি প্রকাশের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দ্রুত তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
এবার এই ঘটনায় মুখ খুলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, “বাংলাদেশের ক্রিকেট ও গোটা ক্রীড়াঙ্গনের স্বার্থে জাহানারার প্রতিটি অভিযোগ বিসিবি গুরুত্বসহকারে দেখবে বলে আশা করি। তদন্ত কমিটি যেন সম্পূর্ণ প্রভাবমুক্তভাবে কাজ করে এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের ক্রীড়াঙ্গন যেন সবার জন্য নিরাপদ হয়, সেটাই আমাদের প্রত্যাশা।”
এর আগে ৬ নভেম্বর এক ইউটিউব সাক্ষাৎকারে জাহানারা আলম ২০২২ সালের বিশ্বকাপ চলাকালে মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন। তিনি জানান, ক্যাম্প চলাকালে মঞ্জুরুল অনৈতিক আচরণ করতেন এবং ম্যাচ শেষে হ্যান্ডশেকের সময় তাকে জড়িয়ে ধরতেন।
আরও পড়ুন: জাহানারা ইস্যুতে মুখ খুললেন তামিম
বিসিবি জানিয়েছে, এ অভিযোগের বিষয়ে তদন্ত শুরু হয়েছে এবং দেশের ক্রীড়াঙ্গনকে নিরাপদ পরিবেশে গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








