News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪৯, ১০ নভেম্বর ২০২৫

নির্বাচন পিছালে দেশের সর্বনাশ হবে: মির্জা ফখরুল

নির্বাচন পিছালে দেশের সর্বনাশ হবে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত হলে দেশের সর্বনাশ হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১০ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, 'আজকে নির্বাচন পিছিয়ে দেওয়ার চক্রান্ত চলছে। নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হবে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সম্মান জানিয়ে বলছি- অতি দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করুন। এটাই আমাদের চাওয়া।'

তিনি বলেন, 'একটি চক্র ৭১-এর ইতিহাস ভুলিয়ে দিতে চায়। কিন্তু আমরা আমাদের জন্মকে ভুলে যেতে পারি না। একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা আমাদের লড়াইয়ের মূল শক্তি।'

মির্জা ফখরুল আরও বলেন, 'যারা পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী ছিল, তারা আজও দেশটাকে গিলে ফেলার চেষ্টা করছে। আমাদের রুখে দাঁড়াতে হবে, মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে আনতে হবে।'

আরও পড়ুন: ১৩৪ ঘণ্টা পর অনশন ভেঙে যে বার্তা দিলেন তারেক রহমান

সভায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নুর করিমের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নাঈম জাহাঙ্গীর, সদস্য সচিব সাদেক আহম্মদ খান এবং জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়