১৩৪ ঘণ্টা পর অনশন ভেঙে যে বার্তা দিলেন তারেক রহমান
ছবি: সংগৃহীত
দীর্ঘ ১৩৪ ঘণ্টা পর অনশন ভেঙেছেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান।
রবিবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের অনুরোধে তিনি অনশন ভাঙেন।
অনশন ভাঙার পর তাকে দ্রুত একটি অ্যাম্বুল্যান্সে করে গণস্বাস্থ্য নগর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে গিয়ে নিজের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারেক রহমান।
হাসপাতাল থেকে নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট করেন তিনি। ভিডিওতে দেখা যায়, তিনি একটি চেয়ারে বসে ডাবের পানি পান করছেন।
আরও পড়ুন: খালেদা জিয়ার আসনে নমিনেশন দেবে না গণঅধিকার পরিষদ
ভিডিওর ক্যাপশনে তারেক লেখেন, ‘আল্লাহর নিয়ামত গ্রহণ করছি। লড়াই শেষ করছি না। বাংলাদেশ ভালোবাসি, আপনাদের ভালোবাসি। ৭১ ভালোবাসি, ২৪ আমার লড়াই।’
নিউজবাংলাদেশ.কম/এসবি








