News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২৬, ১০ নভেম্বর ২০২৫
আপডেট: ১১:২৬, ১০ নভেম্বর ২০২৫

জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা করবেন না, এটি নতুন বাংলাদেশ: প্রেস সচিব

জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা করবেন না, এটি নতুন বাংলাদেশ: প্রেস সচিব

ফাইল ছবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে ঢাকার রাজপথে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, তা কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার (১০ নভেম্বর) সকালে ফেসবুক পোস্টে এ  হুঁশিয়ারি  দেন তিনি।

প্রেস সচিব  লিখেছেন, “বিএএল, তাদের সমর্থক এবং গণহত্যাকারী নেতা মনে করছেন, ২৮ অক্টোবর ২০০৬-এর মতো প্রকাশ্য দিবালোকে মানুষ হত্যা করে রাস্তা দখলের জন্য হাজার-হাজার দুর্বৃত্ত ঢাকার কেন্দ্রস্থলে পাঠানো যাবে। দুঃখিত-এটি নতুন বাংলাদেশ। নিষিদ্ধ রাজনৈতিক বা সন্ত্রাসী সংগঠনগুলোর যেকোনো বিক্ষোভের চেষ্টা আইনের পূর্ণ শক্তি সঙ্গে মোকাবিলা করা হবে।”

তিনি আরও বলেন, “জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা করবেন না। মনে রাখবেন এটি ২৮ অক্টোবর, ২০০৬ নয়। এটি জুলাই-চিরকাল।”

আরও পড়ুন: মেট্রোরেলের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল

প্রসঙ্গত, ২০০৬ সালের অক্টোবর মাসে বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট বিদায়ের প্রস্তুতি নিচ্ছিল। ওই সময় আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলীয় জোট তত্ত্বাবধায়ক সরকার প্রধানের দায়িত্বে বাধা দিতে আন্দোলন করছিল। ২৮ অক্টোবর ঢাকার পল্টন-বায়তুল মোকাররম এলাকায় জামায়াতে ইসলামি ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। প্রকাশ্যে অস্ত্র ও হিংসার ঘটনায় রাজধানী উত্তাল হয়ে ওঠে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়