মেট্রোরেলের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল
ছবি: সংগৃহীত
হঠাৎ সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। একই সঙ্গে মেট্রোরেলের সর্বস্তরে জারি করা হয়েছে বাড়তি সতর্কতা।
রবিবার (৯ নভেম্বর) ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।
আদেশে বলা হয়েছে, মেট্রোরেল ভবন, ডিপো, স্টেশন, ডিএমটিসিএলের আওতাধীন বিভিন্ন প্রকল্প ও সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হলো। সংশ্লিষ্ট ইউনিট প্রধানদের এ আদেশ বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
ডিএমটিসিএলের কর্মকর্তারা জানান, ছুটি বাতিলের বিষয়ে দুটি পৃথক চিঠি ইস্যু করা হয়েছে—একটি বিশেষ নিরাপত্তা সংক্রান্ত কর্মকর্তাদের জন্য এবং অন্যটি প্রতিষ্ঠানটির সব কর্মকর্তা-কর্মচারীর জন্য।
আরও পড়ুন: রাজনাথ সিংয়ের মন্তব্য ভুল ও অশোভন: পররাষ্ট্র মন্ত্রণালয়
সম্প্রতি রাজধানীতে আন্দোলনসহ নানা কর্মসূচি ও দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে সার্বিক নিরাপত্তা জোরদারের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তারা জানান, মেট্রোরেলের সব অবকাঠামো কেপিআইভুক্ত হওয়ায় বাড়তি সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








