বিশ্বের তৃতীয় দূষিত শহর আজ ঢাকা
ছবি: সংগৃহীত
বিশ্বের বিভিন্ন শহরের মতোই দিনদিন বাড়ছে ঢাকার বায়ুদূষণ। বিশেষ করে শীতকালে প্রায় প্রতিদিনই দূষিত শহরের তালিকায় শীর্ষে থাকে রাজধানী ঢাকা।
সোমবার (১০ নভেম্বর) সকাল ৮টা ১৮ মিনিটে বায়ুমানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকার বাতাসের মান ছিল ২৫৮- যা ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ের।
এদিন একিউআই স্কোরে ৫৭৭ পেয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে ভারতের দিল্লি। দ্বিতীয় স্থানে পাকিস্তানের লাহোর (৩৫৬), তৃতীয় ঢাকার পর চতুর্থ স্থানে রয়েছে ভারতের কলকাতা (২২৪)।
তথ্যমতে, একিউআই স্কোর ১০১-২০০ হলে ‘অস্বাস্থ্যকর’, ২০১-৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-৪০০ হলে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।
বিশেষজ্ঞদের মতে, ঢাকার বায়ুদূষণের প্রধান উৎস ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণকাজের ধুলো। এসব কারণে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে, যা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। বিশেষ করে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য ঝুঁকি বেশি।
আরও পড়ুন: ঢাকায় ২৮ বছরে সবুজ ও ফাঁকা জায়গা কমেছে ২৯ কি.মি.
নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, “ঢাকার বায়ু দূষণ ধারাবাহিকভাবে উদ্বেগজনক। নির্মাণযজ্ঞ এখন বড় উৎসে পরিণত হয়েছে। সরকারি ও বেসরকারি উন্নয়নকাজে পরিবেশমান না মেনে উন্মুক্তভাবে কাজ চলছে, যা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করছে।”
নিউজবাংলাদেশ.কম/এসবি








