News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫৩, ১০ নভেম্বর ২০২৫

গুগল ম্যাপসে যুক্ত হলো এআই চ্যাটবট জেমিনি

গুগল ম্যাপসে যুক্ত হলো এআই চ্যাটবট জেমিনি

ছবি: সংগৃহীত

গুগল ম্যাপসে এবার যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনি। নতুন এই ফিচারের ফলে ব্যবহারকারীরা এখন রাস্তার দিকনির্দেশনা, আশপাশের স্থান, কিংবা যাত্রাপথে তাৎক্ষণিক তথ্য জানার এক সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা পাবেন।

গুগলের প্রোডাক্ট ডিরেক্টর অ্যামান্ডা মুর জানিয়েছেন, ম্যাপসকে এমনভাবে তৈরি করা হয়েছে যেন এটি এক বুদ্ধিমান সহকারী হিসেবে ব্যবহারকারীর প্রয়োজন বুঝে সময়মতো সহায়তা দিতে পারে। অর্থাৎ, কোথায় যেতে হবে, কোন রুট কম ব্যস্ত-এসব বিষয়ে ব্যবহারকারীকে সাহায্য করবে জেমিনি।

এখন থেকে ব্যবহারকারীরা গাড়ি চালানোর সময় বা হাঁটার পথে সরাসরি ম্যাপসের মধ্যেই জেমিনিকে প্রশ্ন করতে পারবেন। যেমন কেউ জানতে চাইলে সামনে ভালো কোনো রেস্তোরাঁ আছে কি না, জেমিনি তখন ম্যাপসের ভৌগোলিক তথ্য, স্থানীয় ব্যবসার ডেটা এবং ব্যবহারকারীর পছন্দ বিশ্লেষণ করে উত্তর দেবে। প্রয়োজনে বিকল্প রুটও দেখাবে। এছাড়া পথে দুর্ঘটনা, যানজট বা সম্ভাব্য ঝুঁকির তথ্যও জানাবে জেমিনি।

ফিচারটি ব্যবহার করতে খুব বেশি কষ্ট নেই। শুধু “হেই গুগল” বললেই বা স্ক্রিনের ওপরের ডান পাশে থাকা জেমিনি আইকনে চাপ দিলেই এটি সক্রিয় হবে।

গুগল ম্যাপসের গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার বিশাল দত্ত জানান, জেমিনি ওয়েবের তথ্য, ম্যাপসের ব্যবহারকারী রিভিউ এবং ভূস্থানভিত্তিক ডেটা একত্রে বিশ্লেষণ করে এমনভাবে তথ্য দেয়, যেন মনে হয় পাশে বসা কেউ আপনাকে দিকনির্দেশ দিচ্ছে।

আরও পড়ুন: ২০তম বিডিনগ সম্মেলন সিলেটে

গবেষণায় দেখা গেছে, জেমিনি ইতিমধ্যে গুগল ম্যাপসের ২৫ কোটি স্থানের তথ্য এবং কোটি কোটি স্ট্রিট ভিউ ছবির সঙ্গে সমন্বয় করে কাজ করছে। গুগল জানিয়েছে, এই সুবিধা সব সাইন ইন করা ব্যবহারকারীর জন্য বিনামূল্যে উন্মুক্ত থাকবে এবং ধীরে ধীরে সব অ্যান্ড্রয়েড ও আইওএস সংস্করণে চালু হবে। ভবিষ্যতে ইনবিল্ট গুগল সুবিধাযুক্ত যানবাহনেও এটি ব্যবহার করা যাবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়