News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪৮, ১০ নভেম্বর ২০২৫

রাজধানীতে দুটি বাসে আগুন

রাজধানীতে দুটি বাসে আগুন

ছবি: সংগৃহীত

রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কে বা কারা আগুন দিয়েছে এবং উদ্দেশ্য কী, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সোমবার (১০ নভেম্বর) ভোরের দিকে ফায়ার সার্ভিসে এ খবর আসে। নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, সকাল ৫টা ৪০ মিনিটে তাদের কাছে দুই বাসে আগুন লাগার সংবাদ আসে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: নোয়াখালীতে হত্যা মামলার আসামিদের নিয়ে নির্বাচনী প্রচারণার প্রতিবাদে বিক্ষোভ

তিনি আরও জানান, বাসে কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি এবং কেউ হতাহত হয়েছে কিনা সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়