News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:১০, ১০ নভেম্বর ২০২৫

রাজধানীতে ককটেল বিস্ফোরণ, আতঙ্কে নগরবাসী

রাজধানীতে ককটেল বিস্ফোরণ, আতঙ্কে নগরবাসী

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় রবিবার ও সোমবার পরপর কয়েকটি স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে। দুই দিনে ধানমণ্ডি, মোহাম্মদপুর ও মিরপুরসহ বিভিন্ন এলাকায় অন্তত ১০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

পাশাপাশি সোমবার (১০ নভেম্বর) ভোরে মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাগুলোকে ‘সমন্বিত নাশকতা প্রচেষ্টা’ হিসেবে তদন্ত করছে।

সোমবার (১০ নভেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে ধানমণ্ডি এলাকার ইবনে সিনা হাসপাতালের সামনে দুটি এবং রাপা প্লাজার বিপরীত পাশে মাইডাস সেন্টারের সামনে আরও দুটি ককটেল বিস্ফোরিত হয়।

ধানমণ্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোহাম্মদ তারিকুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ চলছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, হঠাৎ টানা চারবার বিকট শব্দে বিস্ফোরণ ঘটে, এতে আশপাশের বাসিন্দা ও দোকানপাটের কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে এলাকা ঘিরে তদন্ত শুরু করে।

এ ঘটনায় মাইডাস বিল্ডিংয়ের নিরাপত্তা প্রহরী দিলীপ বলেন, সকাল ছয়টা ৪৮ মিনিটে দুই মোটরসাইকেল আরোহী এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলের কাছেই পুলিশের গাড়ি ছিল, কিন্তু তারা তেমন কোনো প্রতিক্রিয়া দেখায়নি।

পরে আইনশৃঙ্খলা বাহিনী ভবনটি পরিদর্শন করে এবং সকাল থেকে দুপুর পর্যন্ত মাইডাস সেন্টার পুলিশ পাহারায় ছিল। মাইডাস কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কোনো ক্ষতি হয়নি এবং তারা পুলিশের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছে।

একই দিনে সকাল ৭টা ১০ মিনিটের দিকে মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে অবস্থিত মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উপদেষ্টা ফরিদা আক্তারের ব্যবসা প্রতিষ্ঠান ‘প্রবর্তনা’ লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে অজ্ঞাত দুর্বৃত্তরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে আসা দুই আরোহী একটি ককটেল প্রতিষ্ঠানটির ভেতরে এবং আরেকটি রাস্তার ওপর নিক্ষেপ করে। দুটি ককটেলই বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে কেউ আহত হননি, তবে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বলেন, সকালের দিকে গলির ভেতরে প্রবর্তনা ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে দুষ্কৃতিকারীরা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম কাজ করছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন: নতুন রূপে আসছে ঢাকার ‘স্মার্ট পুলিশ বক্স’

ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান জানান, একটি মোটরসাইকেলে দুই দুর্বৃত্ত এসে প্রতিষ্ঠানটির সামনে ককটেল বিস্ফোরণ ঘটায়। তাদের মুখে মাস্ক ছিল। আমরা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছি।

প্রবর্তনা ফরিদা আক্তার ও তার স্বামী লেখক ফরহাদ মজহারের মালিকানাধীন প্রতিষ্ঠান। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এর আগেও একই প্রতিষ্ঠানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।

এর আগে সোমবার ভোর ৪টার দিকে রাজধানীর মিরপুরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রোমান বলেন, ভোর ৪টার দিকে গ্রামীণ ব্যাংকের সামনে একটি ককটেল বিস্ফোরণের খবর পাই। এতে কেউ আহত হয়নি। কে বা কারা এই নাশকতা চালিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে।

শুধু ককটেল বিস্ফোরণ নয়, সোমবার ভোররাতেই রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্মকর্তা রাশেদ বিন খালেদ জানান, ভোর ৫টা ৪০ মিনিটের দিকে শাহজাদপুরে ভিক্টর পরিবহন এবং সকাল সোয়া ৬টার দিকে বাড্ডার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে আকাশ পরিবহনের বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, আগুনের কারণ তদন্ত করে দেখা হচ্ছে—নাশকতা নাকি দুর্ঘটনা। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ ছাড়াও রবিবার (০৯ নভেম্বর) রাতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথুলী এলাকায় মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একটি বাসেও আগুন দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে একাধিক স্থানে সমন্বিতভাবে ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে। নাশকতার চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপি নগরবাসীকে সহযোগিতা ও সন্দেহজনক কোনো কিছু দেখলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় জানানোর আহ্বান জানিয়েছে।

পুলিশ বলছে, রাজধানীর বিভিন্ন এলাকায় হওয়া এসব বিস্ফোরণের ঘটনা একই সূত্রে ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সব ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অস্থিরতা ও অন্তর্বর্তী সরকারের কার্যক্রম ঘিরে একটি সংগঠিত গোষ্ঠী নাশকতা ছড়ানোর চেষ্টা করতে পারে—এমন আশঙ্কা থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয়।

গত শুক্রবার (০৭ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে রমনার সেন্ট মেরি’স ক্যাথেড্রাল গির্জায় দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। একটি বিস্ফোরিত হলেও আরেকটি পুলিশ নিষ্ক্রিয় করে। একই রাতে সেন্ট যোসেফ উচ্চবিদ্যালয়ের তিন নম্বর ফটকের ভেতরেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এই ধারাবাহিক বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় রাজধানীবাসীর মধ্যে ব্যাপক উদ্বেগ বিরাজ করছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়