ডেঙ্গুতে নতুন মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ৫১০

ফাইল ছবি
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে একই সময়ে ডেঙ্গু রোগে কারও মৃত্যু হয়নি।
শুক্রবার (১৭ অক্টোবর) পাঠানো নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৮টা থেকে শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত সারাদেশে নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১৬ জন, চট্টগ্রাম বিভাগে ৮৮ জন, বরিশাল বিভাগে ৬৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৬ জন এবং ময়মনসিংহ বিভাগে ২৪ জন রয়েছেন।
বর্তমান বছরের চলতি তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২৪৩ জন। এর মধ্যে জানুয়ারি মাসে ১০ জন, ফেব্রুয়ারি ৩ জন, মার্চ মাসে কোনো মৃত্যু হয়নি, এপ্রিল ৭ জন, মে ৩ জন, জুন ১৯ জন, জুলাই ৪১ জন, আগস্ট ৩৯ জন এবং চলতি অক্টোবর মাসে এখন পর্যন্ত ৪৫ জন ডেঙ্গুতে মারা গেছেন।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৫৮
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ২০২৫ সালে এ পর্যন্ত দেশে ৫৮,২৮০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৫৫,৩৬০ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫২৬ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে বলা হয়েছে, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১,০১,২১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং ৫৭৫ জন ডেঙ্গুতে মৃত্যুবরণ করেছেন।
বিজ্ঞপ্তিতে রোগী ভর্তি ও সুস্থতার বিস্তারিত ভাগাভাগি অনুযায়ী, ঢাকা বিভাগে ১৮১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন ১১৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৩৬ জন, চট্টগ্রাম বিভাগ ৮৮ জন, বরিশাল বিভাগ ৬৫ জন এবং ময়মনসিংহ বিভাগ ২৪ জন নতুন ভর্তি হয়েছেন।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্য অধিদপ্তর সাধারণ মানুষকে সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানিয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি