News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫০, ৩০ অক্টোবর ২০২৫

আবার বাড়ল স্বর্ণের দাম

আবার বাড়ল স্বর্ণের দাম

ছবি: সংগৃহীত

দেশের বাজারে টানা কয়েক দফা স্বর্ণের দাম কমার পর অবশেষে ফের বেড়েছে। ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৮ হাজার ৯০০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২ হাজার ৭০৯ টাকায়। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকে কার্যকর হবে নতুন দাম। 

বুধবার (২৯ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। 

বাজুসের হিসাব অনুযায়ী, নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা, ২১ ক্যারেটের ১ লাখ ৯৩ হাজার ৫০৬ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬৫ হাজার ৮৬২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৭ হাজার ৮৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: আবারও কমলো স্বর্ণের দাম, প্রতিভরি ২,০৪,২৮৩ টাকা

এর আগে, মঙ্গলবার (২৮ অক্টোবর) ভরিতে ১০ হাজার ৪৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকায় নির্ধারণ করা হয়েছিল। বাজুস জানিয়েছিল, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমায় সোনার মূল্য সমন্বয় করা হয়েছিল। তবে একদিনের ব্যবধানে স্বর্ণের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় নতুন সমন্বয় করা হয়েছে।

বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ বাধ্যতামূলকভাবে যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

অন্যদিকে, রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেটের ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৬০১ টাকায় বিক্রি হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্যের ওঠানামা এবং আন্তর্জাতিক বাজারের প্রভাবের কারণে স্বর্ণের দামকে নিয়মিতভাবে সমন্বয় করতে হয়। এ ক্ষেত্রে বাজুসের ভূমিকা গুরুত্বপূর্ণ, যা গ্রাহক এবং ব্যবসায়ীদের জন্য বাজারের স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে।

নতুন এই দর কার্যকর হওয়ায় ক্রেতা ও বিক্রেতা উভয়পক্ষকে তাদের পরিকল্পনা এবং বিনিয়োগের ক্ষেত্রে সামঞ্জস্য রাখতে হবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়