News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৫০, ৩০ অক্টোবর ২০২৫

ম্যাচ না জিতলে ফিফটির কোনো দাম থাকে না: তামিম

ম্যাচ না জিতলে ফিফটির কোনো দাম থাকে না: তামিম

ছবি: সংগৃহীত

চলতি সিরিজের প্রথম ফিফিটি তুলে নিয়েছেন তানজিদ হাসান তামিম। তবে তার ৪৮ বলের ৬১ রানের ইনিংসেও বাংলাদেশ ১৫০ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ১৪ রানে হেরে যায়। এই হারের দায় পুরোপুরি নিজের কাঁধেই নিয়েছেন তামিম।

ম্যাচ শেষে তিনি জানান, ম্যাচ না জিতলে ফিফিটির কোনো দাম থাকে না। উইকেটটা যেমন ছিল, সেট ব্যাটারদেরই শেষ করতে হয়। অর্থাৎ, নিজের ব্যাটিং সাফল্য হলেও দলের জয়ের অভাবে ফিফটিকে তুচ্ছ মনে করছেন তামিম।

উইকেটের পরিস্থিতি সম্পর্কে তামিম স্বীকার করেছেন, সেটি কিছুটা স্টিকি ছিল এবং নতুন ব্যাটারদের জন্য হিটিং করা কঠিন হয়ে পড়েছিল। 

তিনি বলেন, ওদেরও সেম হইছে, মারতে গিয়ে আউট হইছে। তাই আমার দায়িত্ব যেটা ছিল, শেষ পর্যন্ত যদি দায়িত্বটা পালন করতে পারতাম, ম্যাচটা সহজেই বের হয়ে যেত।

আরও পড়ুন: ব্যাটিং ব্যর্থতায় হারের পর তানজিম সাকিবের আক্ষেপ

তবে তামিম স্পষ্ট করে দিয়েছেন যে, ১৫০ রান তাড়া করতে ব্যর্থ হওয়াটা উইকেটের কারণে হয়নি। তার মতে, এটি পুরো দলের ব্যাটিং ব্যর্থতার ফল। 

তিনি বলেন, যে উইকেটই থাকুক না কেন, ১৫০ আসলেই চেজেবল ছিল। এটি আমাদের ব্যাটারদের ব্যর্থতা, আমরা দায়িত্ব নিতে পারিনি। এখান থেকে কীভাবে বের হবে, সেটা আমাদেরই বের করতে হবে।

তানজিদ হাসান তামিমের এই স্বীকারোক্তি ম্যাচের পরিপ্রেক্ষিতে দলের ব্যর্থতা ও তার ব্যক্তিগত দায়িত্ববোধের প্রতিফলন ঘটাচ্ছে। যদিও ব্যাটিংতে সফলতা অর্জন করেছেন তামিম, তবু দলীয় হারের জন্য তাকে পুরো দায় স্বীকার করতে দেখা গেছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়