News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:০৮, ১০ নভেম্বর ২০২৫

অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে কামরুজ্জামান জুয়েল

অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে কামরুজ্জামান জুয়েল

কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল। ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল। মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর এলাকায় ইতোমধ্যেই ব্যাপক গণসংযোগ ও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি।

জুয়েল জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য তিনি মাঠে নেমেছেন।

কামরুজ্জামান জুয়েল বলেন, আমি রাজনীতি করি মানুষের অধিকার, স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা এলাকার মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি।

তিনি আরও বলেন, তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র সংস্কারের ঘোষণার মাধ্যমে জনগণের ভবিষ্যৎ রূপরেখা তৈরি হয়েছে। আমি সেই বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করছি।

মোহাম্মদপুর রাজনৈতিক অঙ্গনে অনেকে মনে করেন, এতদিন ধানের শীষ প্রতীকে এ আসনে স্থানীয় নেতৃত্ব থেকে কেউ প্রার্থী হননি। তাই স্থানীয় সন্তান হিসেবে কামরুজ্জামান জুয়েল মনোনয়ন পেলে এলাকাবাসীর মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

আরও পড়ুন: ঢাকায় বিএনপির টিকিট পেলেন যারা

তেজগাঁও কলেজে ছাত্র রাজনীতি দিয়ে কামরুজ্জামান জুয়েলের রাজনৈতিক জীবনের সূচনা। দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি ধাপে ধাপে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন —

  • সাবেক সাধারণ সম্পাদক, মোহাম্মদপুর থানা ছাত্রদল
  • সাবেক আহ্বায়ক, মোহাম্মদপুর থানা ছাত্রদল
  • সাবেক সভাপতি, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল
  • সাবেক ১ নং সহ-সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় যুবদল
  • বর্তমানে কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক

রাজনীতির পাশাপাশি কামরুজ্জামান জুয়েল বিভিন্ন সামাজিক কার্যক্রমেও জড়িত। শিক্ষাসহায়তা, ত্রাণ বিতরণ, খেলাধুলা উন্নয়ন ও যুব উদ্যোক্তা কার্যক্রমে তিনি নিয়মিত ভূমিকা রেখে আসছেন।

কামরুজ্জামান জুয়েল তৃণমূল পর্যায়ের তরুণ নেতৃত্বকে সংগঠিত করতে সক্ষম হয়েছেন। তার সাংগঠনিক দক্ষতা ও মাঠপর্যায়ের জনপ্রিয়তা বিএনপির জন্য ঢাকা-১৩ আসনে নতুন গতি আনতে পারে বলে দলের অভ্যন্তরে আলোচনা চলছে।
 

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়