News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০৪, ৩১ অক্টোবর ২০২৫
আপডেট: ০৯:০৫, ৩১ অক্টোবর ২০২৫

‘জুলাই যোদ্ধা’র গেজেট থেকে নাম প্রত্যাহারের আবেদন

‘জুলাই যোদ্ধা’র গেজেট থেকে নাম প্রত্যাহারের আবেদন

ছবি: সংগৃহীত

২০২৪ সালের জুলাই আন্দোলনের চেতনায় দুর্নীতিমুক্ত দেশ গড়তে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে গেজেট থেকে নিজের নাম প্রত্যাহারের আবেদন করেছেন ফরিদপুরের ‘জুলাই যোদ্ধা’ আবরার নাদিম ইতু।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসক বরাবর আবেদনপত্রটি জমা দেন তিনি। আবেদনটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহরাব হোসেন।

আবেদনপত্রে আবরার নাদিম উল্লেখ করেন, জুলাইয়ের যৌক্তিক আন্দোলনে তিনি আহত হয়েছিলেন। তবে দুঃখের সঙ্গে লক্ষ্য করছেন, অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনের চেতনায় দুর্নীতি ও লুটপাটমুক্ত দেশ গড়ার অঙ্গীকার করলেও এক বছরের বেশি সময়েও কার্যকর পদক্ষেপ নেয়নি। বরং রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের অসংগতিমূলক কর্মকাণ্ড ক্রমেই স্পষ্ট হচ্ছে।

তিনি আরও লেখেন, “বিশেষ করে ফরিদপুরে প্রশাসনের বিভিন্ন সেক্টরে অনিয়ম আগের মতোই চলছে। সিন্ডিকেট ভাঙেনি, অনিয়মও থামেনি—এটি সবার জানা।”

এ কারণে নিজের নাম সরকারি গেজেট থেকে প্রত্যাহার এবং মাসিক ভাতা (যদিও তিনি কখনও নেননি) আনুষ্ঠানিকভাবে প্রত্যাহারের আবেদন জানান আবরার নাদিম। পাশাপাশি, তিনি নিজে কোনো অনিয়ম করে থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন: ধর্ষণের পর হত্যা: ফরিদপুরে ৪ জনের আমৃত্যু কারাদণ্ড

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই আন্দোলন চলাকালে ১৬ জুলাই ফরিদপুরে ছাত্র আন্দোলনে প্রথম হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় আবরার নাদিম ইতুসহ পাঁচ-ছয়জন আহত হন। পুরো আন্দোলনে ফরিদপুরে সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়