যুদ্ধবিরতি চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মত পাকিস্তান ও আফগানিস্তান
 
									ছবি: সংগৃহীত
তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় ইস্তাম্বুলে অনুষ্ঠিত আলোচনায় যুদ্ধবিরতি চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছে পাকিস্তান ও আফগানিস্তান।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। সিদ্ধান্ত অনুযায়ী, শুক্রবার (৩১ অক্টোবর) থেকে যুদ্ধবিরতি পুনরায় কার্যকর হবে।
আলজাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিবৃতির বরাতে সংবাদমাধ্যমটি জানায়, শান্তি রক্ষায় আরও বিস্তারিত নিয়ম নির্ধারণ করা হবে, যা আগামী ৬ নভেম্বরের বৈঠকে চূড়ান্ত করা হবে। দুই দেশের মধ্যে কোনো একটি পক্ষ চুক্তির শর্ত ভঙ্গ করলে শাস্তির বিধান রাখার বিষয়েও সম্মতি হয়েছে।
তুরস্ক ও কাতার সরকার পাকিস্তান ও আফগানিস্তানের শান্তি আলোচনায় অংশগ্রহণের প্রশংসা করে জানায়, স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার জন্য উভয় দেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত থাকবে।
চলতি মাসের শুরুর দিকে সীমান্তে সন্ত্রাসী হামলার পর তীব্র সংঘাতে জড়িয়ে পড়ে পাকিস্তান ও আফগান তালেবান। এটি ২০২১ সালে তালেবানদের কাবুল দখলের পর সবচেয়ে ভয়াবহ সংঘাত হিসেবে বিবেচিত হচ্ছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন নিহত হন।
আরও পড়ুন: সুদানে ভয়াবহ গণহত্যা, ৩ দিনে নিহত দেড় হাজার
সহিংসতা রোধে গত ১৯ অক্টোবর কাতারে প্রথম দফা আলোচনা অনুষ্ঠিত হয়। এরপর ২৫ অক্টোবর ইস্তাম্বুলে দ্বিতীয় দফার আলোচনায় বসে দুই দেশ।
 
নিউজবাংলাদেশ.কম/এসবি






































