বাড্ডায় একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
ফাইল ছবি
রাজধানীর উত্তর বাড্ডায় একটি বাসা থেকে সাইফুল (৩০) ও শাকিলা (২৮) নামে দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সম্পর্কে তারা স্বামী-স্ত্রী বলে জানা গেছে।
রবিবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে উত্তর বাড্ডার আলীর মোড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেনবাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান।
ওসি হাবিবুর বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গত ২৫ অক্টোবরের পর এ ঘটনা ঘটে থাকতে পারে। এ দম্পতি হত্যার শিকার নাকি আত্মহত্যা করেছেন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না এখনই।
আরও পড়ুন: আবারও বন্ধ মেট্রোরেল
তিনি আরও জানান, সকালে স্থানীয় লোকজন মরদেহের পচা দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেন। পরে দুটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








