News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:৪৭, ২ নভেম্বর ২০২৫

বাংলাদেশিদের ধাওয়ায় পিছু হটল বিএসএফ

বাংলাদেশিদের ধাওয়ায় পিছু হটল বিএসএফ

ছবি: সংগৃহীত

সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশের ভেতরে প্রবেশ করে কৃষকদের ফসল রক্ষায় দেওয়া খুঁটি উপড়ে ফেলার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যদের বিরুদ্ধে। স্থানীয়দের প্রতিবাদের মুখে পরে তারা ফিরে যায়।

রবিবার (২ নভেম্বর) সকালে জকিগঞ্জের মানিকপুর ইউনিয়নের রসুলপুর সীমান্তে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, বিএসএফের চারজন সদস্য সীমান্ত অতিক্রম করে নদীর পাড়ে প্রবেশ করেন এবং কৃষকদের ফসল রক্ষায় স্থাপিত বাঁশের খুঁটি উপড়ে ফেলেন। এসময় স্থানীয়রা প্রতিবাদ জানালে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে উত্তেজনা বেড়ে গেলে বিএসএফ সদস্যরা একটি স্পিডবোটে করে সীমান্ত এলাকা ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, “ঘটনার পরপরই আমরা বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকে বসেছি। সেখানে বাংলাদেশ সীমান্তে বিএসএফের প্রবেশের ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি। ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে, সে বিষয়ে বিএসএফকে কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে।”

আরও পড়ুন: বাড্ডায় একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়