সোনার দাম ভরিতে কমলো ২ হাজার ৬১৩ টাকা
 
									ছবি: সংগৃহীত
দেশের বাজারে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ২ হাজার ৬১৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৯৬ টাকা।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন দাম শুক্রবার (৩১ অক্টোবর) থেকে কার্যকর হবে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমায় নতুন করে সোনার দর নির্ধারণ করা হয়েছে।
নতুন দর অনুযায়ী- ২২ ক্যারেট সোনা: ভরিতে ২,০০,২৯৬ টাকা, ২১ ক্যারেট সোনা: ভরিতে ১,৯০,৯৯৮ টাকা, ১৮ ক্যারেট সোনা: ভরিতে ১,৬৩,৭১৬ টাকা, সনাতন পদ্ধতির সোনা: ভরিতে ১,৩৬,০১৪ টাকা।
বাজুসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট ও ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণ ভিন্ন হতে পারে।
এর আগে ২৯ অক্টোবর বাজুস ভরিতে ৮ হাজার ৯০০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করেছিল ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা।
চলতি বছর এখন পর্যন্ত ৭২ বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস—এর মধ্যে ৪৯ বার বেড়েছে, আর কমেছে ২৩ বার। ২০২৪ সালে দাম সমন্বয় হয়েছিল ৬২ বার।
সোনার দাম কমলেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়।
আরও পড়ুন: বাংলাদেশে মূল্যস্ফীতি ও রিজার্ভ স্থিতিশীলতা নিয়ে সন্তুষ্ট আইএমএফ
এছাড়া ২১ ক্যারেট রুপা: ভরিতে ৪,০৪৭ টাকা, ১৮ ক্যারেট রুপা: ভরিতে ৩,৪৭৬ টাকা, সনাতন পদ্ধতির রুপা: ভরিতে ২,৬০১ টাকা।
চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম সমন্বয় করা হয়েছে ৯ বার—এর মধ্যে বেড়েছে ৬ বার, কমেছে ৩ বার।
নিউজবাংলাদেশ.কম/এসবি






































