‘শাপলা কলি’ প্রতীক দেওয়া হলে এনসিপি নেবে: নাসীরুদ্দীন
কথা বলেছেন এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত
প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিতে সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রবিবার (২ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সঙ্গে বৈঠক শেষে এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ''আমরা শাপলা, সাদা শাপলা ও শাপলা কলি- এই চারটি প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছি। শাপলা কলি প্রতীক দেওয়া হলে এনসিপি সেটিই নেবে। তৃণমূল পর্যায় থেকেও শাপলা কলিকে ইতিবাচকভাবে নেওয়া হয়েছে।''
আরও পড়ুন: জাতীয় নির্বাচনের ক্যাম্পেইন শুরু
নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








