দেশে ভোটার বেড়ে দাঁড়াল ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪
ছবি: সংগৃহীত
তৃতীয় ধাপের হালনাগাদের পর খসড়া ভোটার তালিকায় দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন
রবিবার (২ নভেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান।
ইসি সচিব বলেন, দেশে এখন ভোটার ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন আর নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭২ জন। হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৩০ জন।
আরও পড়ুন: ‘শাপলা কলি’ প্রতীক দেওয়া হলে এনসিপি নেবে: নাসীরুদ্দীন
তিনি আরও বলেন, দাবি-আপত্তি শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত নতুন যুক্ত হয়েছে ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








