News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৫২, ২ নভেম্বর ২০২৫

‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর স্থগিত কমিটি পুনর্বহাল

‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর স্থগিত কমিটি পুনর্বহাল

ফাইল ছবি

২০২৪ সালের কোটা আন্দোলনের সময় গড়ে ওঠা শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর সারাদেশের সব কমিটির স্থগিতাদেশ তিন মাস পর প্রত্যাহার করা হয়েছে।

রবিবার (২ নভেম্বর) রাতে সংগঠনটির সভাপতি রিফাত রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত ছাত্র–জনতার অভ্যুত্থান যে আকাঙ্ক্ষা ও উদ্দেশ্য নিয়ে সংঘটিত হয়েছিল, তার পূর্ণ বাস্তবায়ন এখনো হয়নি। শহীদ পরিবার ও আহতদের চিকিৎসা, পুনর্বাসন এবং নিরাপত্তা নিশ্চিত করতে অভ্যুত্থানোত্তর সরকার ব্যর্থ হয়েছে। বরং বিভিন্ন স্থানে শহীদ পরিবার ও আহতদের ওপর হামলার ঘটনা উদ্বেগজনকভাবে ঘটছে।

এতে আরও বলা হয়, জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া সম্পর্কেও কোনো সুস্পষ্ট রোডম্যাপ দেখা যায়নি, যা শহীদ ও আহতদের রক্তের প্রতি অবিচার।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই অভ্যুত্থানের বৈপ্লবিক রূপান্তর নিশ্চিত করা এবং ঐতিহাসিক এক দফা—ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত গঠনের লক্ষ্যে—সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দেশের বিশ্ববিদ্যালয়, কলেজ, মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সব ইউনিট কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

আরও পড়ুন: উপহারের সেই নৌকা তোষাখানায় জমা দিলেন সড়ক উপদেষ্টা

একই সঙ্গে সংশ্লিষ্ট সকল ইউনিটকে সাংগঠনিক কার্যক্রম পুনরায় সচল করতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আগামী ১৫ কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়, মহানগর ও জেলা ইউনিটগুলোর কমিটি পুনর্গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়