News Bangladesh

নরসিংদী সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৩৩, ১ নভেম্বর ২০২৫

নরসিংদীতে ১১ আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার 

নরসিংদীতে ১১ আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার 

ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরার চরাঞ্চল থেকে ১১টি আগ্নেয়াস্ত্রসহ ৮ জনকে গ্রেফতার করেছেন র‌্যাব। র‌্যাবের দাবি, এসব অস্ত্র ‘আধিপত্য বিস্তারের’ জন্য নিজেদের জিম্মায় রেখে ছিলেন তারা।

নরসিংদীর রায়পুরা থানাধীন সায়েদাবাদ এলাকায় শুক্রবার রাতভর ‘সাঁড়াশি অভিযানে’ অস্ত্রসহ তাদের গ্রেফতার  করা হয়।

গ্রেফতার করা আটজন হলেন- মো. শফিক মিয়া (৩২), মো. মোস্তফা (৩৮), আয়নাল (৩৮), মহিউদ্দিন হৃদয় (২২), মো. বাচ্চু মিয়া (৬২), কালু মিয়া (৬৯), মো. বাছেদ (৪০) ও ১৭ বছর বয়সী এক কিশোর।

উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে, ২টি বিদেশী পিস্তল, ৫টি একনলা বন্দুক, ১টি দোনলা বন্দুক, ২টি এলজি ও ১টি পাইপগান।

এছাড়া ৩টি ম্যাগাজিন ও ৩৫ রাউন্ড গুলিও উদ্ধার করার তথ্য দিয়েছে র‌্যাব।

ঢাকার কারওয়ানবাজার র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসে র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, এই অস্ত্রগুলো পার্শ্ববর্তী দেশ থেকে সীমান্ত পার হয়ে নদী পথে নিয়ে আসা হতো।

“কক্সবাজারের মহেশখালী পাহাড়ী এলাকায় কিছু কারিগর রয়েছে, সেখান থেকেও অস্ত্রগুলো সংগ্রহ করতো। কখনো কখনো সেখান থেকে কারিগর নিয়ে এসে বানাতো বলেও আমাদের কাছে তথ্য রয়েছে।”

নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়শই বিভিন্ন গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে।

এদিন দুপুরেও রায়পুরার দুর্গম চর সুবুদ্ধি এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুই ভাই নিহত হয়েছেন। আহত হয়েছেন এক নারী।

নভেম্বর ও ডিসেম্বরের সরকারি ছুটি নিয়ে যা জানা গেল

এছাড়া উল্লেখযোগ্য ঘটনার মধ্যে র‌্যাব জানায়, গত ২৮ সেপ্টেম্বর নরসিংদীর চরাঞ্চলে সংঘর্ষে গুলিতে একজন নিহত হয়, ৯ সেপ্টেম্বর রায়পুরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং একজন আহত হওয়া, ২০ জুলাই রায়পুরায় চরাঞ্চলে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নারী নিহত হয় এবং ২২ এপ্রিল নরসিংদীর সদর উপজেলার চরাঞ্চল আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহতের ঘটনা ঘটে।

এসব সংঘর্ষের পেছনে আধিপত্য বিস্তার, বালুমহল, চর, ঘাট, বাজার দখলকে ঘিরে এলাকাভিত্তিক গ্রুপগুলোর জড়িত থাকার কথা বলেছে র‌্যাব।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে গোয়েন্দা নজরদারি বাড়ানোর ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতভর অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয় বলেছেন র‌্যাব-১১ অধিনায়ক।

তিনি বলেন, “অভিযানের সময় তারা আমাদের উপরেও হামলা করার চেষ্টা করেছে, ককটেল বিস্ফোরণসহ শটগানের গুলি। তবে সেইফলি আমরা অভিযানটা শেষ করতে পেরেছি।”

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়