News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:৫৯, ২ নভেম্বর ২০২৫

নির্বাচনের পর ফেব্রুয়ারিতেই বইমেলা, সিদ্ধান্ত বাংলা একাডেমির

নির্বাচনের পর ফেব্রুয়ারিতেই বইমেলা, সিদ্ধান্ত বাংলা একাডেমির

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরই অমর একুশে গ্রন্থমেলা ২০২৬ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি।

রবিবার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধি দলের সঙ্গে বাংলা একাডেমির মহাপরিচালকের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অমর একুশে গ্রন্থমেলার সময় নির্ধারণে সমিতির প্রস্তাব নিয়ে বৈঠকে আলোচনা হয়। সমিতি বেশ কয়েকটি সম্ভাব্য সময় প্রস্তাব করে, পাশাপাশি রাষ্ট্রের নিরাপত্তা সংস্থার পরামর্শও বিবেচনা করা হয়। সার্বিক পরিস্থিতি পর্যালোচনার পর জাতীয় সংসদ নির্বাচনের পর ফেব্রুয়ারিতেই মেলা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্বাচনের তারিখ নির্ধারিত হওয়ার পরই মেলার তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

আরও পড়ুন: অন্তর্বর্তী সরকারের সংবাদ সম্মেলন সোমবার

এ ছাড়া অমর একুশে গ্রন্থমেলা-২০২৬ আয়োজনের বিষয়ে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে বাংলা একাডেমি নিয়মিত যোগাযোগ রক্ষা করছে বলেও জানানো হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়