News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪১, ১১ নভেম্বর ২০২৫

রাজধানীতে গভীর রাতে একাধিক বাস ও প্রাইভেটকারে আগুন

রাজধানীতে গভীর রাতে একাধিক বাস ও প্রাইভেটকারে আগুন

ছবি: সংগৃহীত

রাজধানীতে গভীর রাতে একাধিক স্থানে বাস ও প্রাইভেটকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাতে রায়েরবাগ, যাত্রাবাড়ী, উত্তরা ও বসুন্ধরা গেট এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাজাহান হোসেন জানান, রাত ১২টা ৫৪ মিনিটে রায়েরবাগে রাজধানী পরিবহনের একটি বাসে আগুনের খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এরপর রাত ২টা ৮ মিনিটে যাত্রাবাড়ীতে রাইদা পরিবহনের আরেকটি বাসে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আড়াইটার মধ্যে আগুন নির্বাপণ করে।

পরে রাত ২টা ৩৫ মিনিটে ১০০ ফিট রোড সংলগ্ন বসুন্ধরা গেট এলাকায় একটি প্রাইভেটকারে আগুন দেয় দুর্বৃত্তরা। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত পৌঁছান।

সর্বশেষ ভোর ৪টার দিকে উত্তরা সোনারগাঁও জনপদের খালপার এলাকায় রাইদা পরিবহনের আরেকটি বাসে আগুন লাগানো হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে ৪টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে রাত সাড়ে ৭টার দিকে রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন। তিনি জানান, বাসে আগুনের খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। তবে বাসটি পার্কিং অবস্থায় ছিল নাকি যাত্রী ছিল- তা জানা যায়নি।

আরও পড়ুন: ধানমন্ডিতে ল্যাবএইডের সামনে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন

অগ্নিকাণ্ডে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ তদন্ত করছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়