নির্বাচনী আচরণবিধির গেজেট প্রকাশ, এক মঞ্চে ইশতেহার ঘোষণা বাধ্যতামূলক
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথমবারের মতো সব প্রার্থীর জন্য একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১১ নভেম্বর) রাতে ‘আচরণ বিধিমালা, ২০২৫’ জারি করেগেজেট আকারে প্রকাশ করা হয়েছে।
ইসির এই নতুন বিধিমালা প্রণয়ন করা হয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ ও ২০০৮ সালের আচরণবিধির সঙ্গে সমন্বয় রেখে। এতে যুক্ত হয়েছে বেশ কিছু নতুন ও কঠোর বিধান।
বিধিমালা অনুযায়ী, ভোটের প্রচারণায় পোস্টার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে ড্রোন ব্যবহার ও বিদেশে প্রচারণা কার্যক্রমেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পরিবেশ দূষণ রোধ ও ব্যয় নিয়ন্ত্রণের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রার্থীর পক্ষে ২০টির বেশি বিলবোর্ড, ব্যানার বা ফেস্টুন ব্যবহার করা যাবে না বলে উল্লেখ করা হয়েছে বিধিমালায়।
সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচারণা কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিভ্রান্তিকর বা অসৎ উদ্দেশ্যে প্রচারণা চালানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
নতুন বিধান অনুযায়ী, রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি মেনে চলার অঙ্গীকারনামা নির্বাচন কমিশনে জমা দিতে হবে।
আরও পড়ুন: পুলিশ সদস্যদের মোবাইল ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা
আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে এবার সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানা হতে পারে। রাজনৈতিক দলের ক্ষেত্রে অর্থদণ্ডও একই পরিমাণ নির্ধারণ করা হয়েছে। গুরুতর লঙ্ঘনের ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রার্থীর প্রার্থিতা বাতিলের ক্ষমতাও কমিশনকে দেওয়া হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








