বাংলাদেশকে ৪০ কোটি টাকা সহায়তা দেবে ডেনমার্ক
ছবি: সংগৃহীত
মানবাধিকার সুরক্ষা, গণমাধ্যমের স্বাধীনতা এবং নির্যাতনের শিকার ব্যক্তিদের পুনর্বাসনের জন্য বাংলাদেশকে ২৫ মিলিয়ন ডেনিশ ক্রোনা (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০ কোটি টাকা) সহায়তার ঘোষণা দিয়েছে ডেনমার্ক ।
সোমবার (১০ নভেম্বর) ঢাকার ডেনমার্ক দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই অর্থ ডিগনিটি, আইএমএস ও ড্যানিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস-এর সমন্বয়ে গঠিত একটি কনসোর্টিয়ামের মাধ্যমে ব্যয় করা হবে। কনসোর্টিয়ামটি স্থানীয় অংশীদারদের সঙ্গে একত্রে উল্লিখিত ক্ষেত্রগুলোতে কাজ করবে।
বাংলাদেশে নিযুক্ত ডেনিশ রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার বলেন, “এই মুহূর্তে বাংলাদেশে নাগরিক সমাজকে শক্তিশালী করা এবং মানবাধিকার লঙ্ঘন ও দায়মুক্তির মতো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলার একটি অনন্য সুযোগ তৈরি হয়েছে।”
আরও পড়ুন: নির্বাচনী আচরণবিধির গেজেট প্রকাশ, এক মঞ্চে ইশতেহার ঘোষণা বাধ্যতামূলক
তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, এই নতুন উদ্যোগ বাংলাদেশের জনগণের জন্য ন্যায়বিচার ও গণতান্ত্রিক সংস্কার এগিয়ে নিতে সহায়ক হবে। কারণ এই তিনটি সংস্থার নাগরিক সমাজকে মানবাধিকার ও গণতন্ত্র প্রচারে সহায়তা করার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে।”
নিউজবাংলাদেশ.কম/এসবি








