১৩ নভেম্বর পরিস্থিতি স্বাভাবিক থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থানে রয়েছে। ওইদিন পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, “এখানে বড় ধরনের আলোচনা হয়েছে। সন্দেহভাজন কাউকে দেখলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।”
উপদেষ্টা আরও বলেন, “১৩ নভেম্বর নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে। কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে না। পরিস্থিতি স্বাভাবিক থাকবে, আশঙ্কার কিছু নেই।”
আরও পড়ুন: গণমাধ্যমগুলো ‘আওয়ামী লীগের আগুন সন্ত্রাস’ লিখতে লজ্জা পাচ্ছে: তৈয়্যব
জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, “সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অনেক সময় দেখা যায় সন্ত্রাসীরা দ্রুত জামিন পেয়ে যায়—এ বিষয়েও আমরা বিচারকদের প্রতি অনুরোধ করবো, যেন তারা সহজে সন্ত্রাসীদের জামিন না দেন।”
নিউজবাংলাদেশ.কম/এসবি








