News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫৯, ১১ নভেম্বর ২০২৫

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: শফিকুর রহমান

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: শফিকুর রহমান

ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

ক্ষমতায় গেলে নারীদের দৈনিক কর্মঘণ্টা ৫ ঘণ্টায় সীমিত করা হবে, এমন ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেছেন, “কোনো কোম্পানি যদি এই সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হয়, তবে সরকার অতিরিক্ত তিন ঘণ্টার ভর্তুকি দেবে। আর যারা কর্মক্ষেত্রে না গিয়ে পরিবারে সময় দেবেন, তাদের সরকার সম্মানিত করবে।”

সোমবার (১০ অক্টোবর)  রাতে ঢাকা-১৫ আসনের পূর্ব সেনপাড়ায় জামায়াতের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, “ঘুণেধরা সমাজের আমূল পরিবর্তন চাই। একঝাঁকুনি দিয়ে সমাজের ময়লা–আবর্জনা পরিষ্কার করতে চাই। সমাজের আবর্জনা পরিষ্কার করতেই আমাদের যুদ্ধ।”

তিনি আরও বলেন, “সব শিশুর সমান অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কোনো শিশুর জন্মপরিবার দেখে বৈষম্য করা হবে না।”

আরও পড়ুন: ‘বিভিন্ন অজুহাতে অস্থিতিশীলতা সৃষ্টি করছে নির্বাচনবিমুখ দলগুলো’

ডা. শফিকুর রহমান বলেন, “নির্বাচিত হলে নাগরিকদের সমস্যা সমাধানে পয়সা খরচ করে আমার কাছে আসতে হবে না, বরং আমরা যাবো আপনাদের কাছে। অগ্রাধিকারভিত্তিতে সব সমস্যার সমাধান করা হবে।”

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়