News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:০৩, ১৩ নভেম্বর ২০২৫
আপডেট: ১৬:১৪, ১৩ নভেম্বর ২০২৫

জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে: প্রধান উপদেষ্টা

জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে: প্রধান উপদেষ্টা

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনের দিন দেশে গণভোট অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। 

তিনি জানান, এতে দেশের চলমান সংস্কারের লক্ষ্য কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এ তথ্য জানান। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ড সরাসরি সম্প্রচার করছে।

প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু করতে সরকারের সব দায়িত্ব পালন করা হচ্ছে। ওই একই দিনে গণভোটও অনুষ্ঠিত হবে, যা দেশের রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

আরও পড়ুন: ‘নতুন কুঁড়িতে নিজেকে নতুনভাবে খুঁজছে শিশুরা’

তিনি আরও উল্লেখ করেন, গত ৯ মাস ধরে রাষ্ট্র গঠনের জন্য জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছে। সংবিধানের গুরুত্বপূর্ণ ৩০টি বিষয়ে সব দলের মধ্যে একমত স্থাপিত হয়েছে। এটি ভবিষ্যতের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য আশাব্যঞ্জক, এবং এজন্য কমিশন ও রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টা শিগগিরই জুলাই সনদ গেজেট আকারে প্রকাশিত হবে বলেও জানান। তিনি আরও নিশ্চিত করেছেন যে, জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে আয়োজন হলেও দেশের সংস্কার ও রাজনৈতিক প্রক্রিয়ায় কোনো বাধা সৃষ্টি হবে না।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়