News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৩৪, ২১ অক্টোবর ২০২৫

রেকর্ডের পরদিনই স্বর্ণের দামে বড় পতন

রেকর্ডের পরদিনই স্বর্ণের দামে বড় পতন

ছবি: সংগৃহীত

রেকর্ড উচ্চতায় ওঠার পরদিনই বড় ধরনের ধাক্কা খেয়েছে বিশ্ববাজারে স্বর্ণের দাম।

সোমবার (২০ অক্টোবর) ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছানোর পর মঙ্গলবার (২১ অক্টোবর) একদিনেই স্বর্ণের দর কমেছে ২ শতাংশের বেশি।

বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৫ মিনিটে প্রতি আউন্স স্বর্ণের দাম ২.৩ শতাংশ কমে দাঁড়ায় ৪ হাজার ২৫৬ ডলার ১৯ সেন্টে। আগের দিন, সোমবার (২০ অক্টোবর), এটি সর্বকালের সর্বোচ্চ ৪ হাজার ৩৮১ ডলার ২১ সেন্টে পৌঁছেছিল। ডিসেম্বর সরবরাহের জন্য মার্কিন স্বর্ণ ফিউচারও ২.১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ২৬৯ ডলার ৬০ সেন্টে লেনদেন হয়।

উইজডমট্রির পণ্যবিশেষজ্ঞ নিতেশ শাহ বলেন, স্বর্ণের দাম আরও বাড়তে পারে, তবে সাম্প্রতিক সময়ে এর ঊর্ধ্বগতি ছিল অত্যন্ত দ্রুত। ফলে নতুন উচ্চতা ছোঁয়ার পর বাজারে প্রাকৃতিকভাবেই কিছুটা সংশোধন এসেছে।

চলতি বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৬৩ শতাংশ। 

বিশ্লেষকদের মতে, ভূরাজনৈতিক অনিশ্চয়তা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর অব্যাহত স্বর্ণ ক্রয়, বিনিয়োগকারীদের শক্তিশালী চাহিদা এবং যুক্তরাষ্ট্রের সুদের হার কমানোর প্রত্যাশাই এই উত্থানের মূল চালিকা শক্তি।

এখন বাজারের দৃষ্টি শুক্রবার প্রকাশিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) তথ্যের দিকে। সেপ্টেম্বর মাসে মুদ্রাস্ফীতি ৩.১ শতাংশে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে ফেডারেল রিজার্ভ আগামী সপ্তাহে সুদের হার ০.২৫ শতাংশ কমাতে পারে বলে বিনিয়োগকারীরা আশা করছেন। সাধারণত সুদের হার কমলে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের চাহিদা বেড়ে যায়।

আরও পড়ুন: দেশের বাজারে সোনার দাম আবারও বাড়ল

মঙ্গলবার এশিয়ার শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য উত্তেজনা কমার সম্ভাবনা এবং জাপানে সানায়ে তাকাইচি প্রধানমন্ত্রী হওয়ার খবর বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে।

ইউবিএস বিশ্লেষক জিওভান্নি স্টাউানোভো বলেন, অনেক বিনিয়োগকারী এখনও স্বর্ণের সাম্প্রতিক উত্থানে অংশ নেননি। দাম সামান্য কমলে তারা বাজারে প্রবেশ করতে পারেন, যা স্বর্ণের বড় পতন ঠেকিয়ে রাখবে।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুতেও উল্লেখযোগ্য দরপতন ঘটেছে। মঙ্গলবার রুপার দাম ৪.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৫০ ডলার ৩১ সেন্টে, প্লাটিনাম ৩.৪ শতাংশ কমে ১ হাজার ৫৮৩ ডলার ৩৮ সেন্টে, এবং প্যালাডিয়াম ৪.৪ শতাংশ কমে ১ হাজার ৪৩০ ডলার ০৪ সেন্টে নেমে আসে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও চীন থেকে লন্ডনের স্পট মার্কেটে রুপার প্রবাহ বেড়ে যাওয়ায় বৈশ্বিক বাজারে তারল্য সংকট কিছুটা প্রশমিত হয়েছে।

আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামার প্রভাব পড়েছে দেশের বাজারেও। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) রবিবার (১৯ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দামের ফলে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ।

বাজুসের নির্ধারিত দাম (সোমবার থেকে কার্যকর)

  • ২২ ক্যারেট : ভরিপ্রতি ২,১৭,৩৮২ টাকা
  • ২১ ক্যারেট : ভরিপ্রতি ২,০৭,৫০৩ টাকা
  • ১৮ ক্যারেট : ভরিপ্রতি ১,৭৭,৮৫৩ টাকা
  • সনাতন পদ্ধতি : ভরিপ্রতি ১,৪৮,০৭৪ টাকা

বাজুস জানিয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।


অন্যদিকে দেশে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

  • ২২ ক্যারেট : ভরিপ্রতি ৬,২০৫ টাকা
  • ২১ ক্যারেট : ভরিপ্রতি ৫,৯১৪ টাকা
  • ১৮ ক্যারেট : ভরিপ্রতি ৫,০৭৪ টাকা
  • সনাতন পদ্ধতি : ভরিপ্রতি ৩,৮০২ টাকা

বাজুস জানিয়েছে, বর্তমান দামই দেশের ইতিহাসে রুপার সর্বোচ্চ মূল্য।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের সাম্প্রতিক অস্থিরতা বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও কেন্দ্রীয় ব্যাংকগুলোর কৌশলগত পদক্ষেপের প্রতিফলন। যুক্তরাষ্ট্রে সুদের হার কমার সম্ভাবনা ও ভূরাজনৈতিক ঝুঁকির কারণে স্বর্ণ বিনিয়োগের আকর্ষণ বজায় থাকলেও, দ্রুত দাম বাড়ার পর স্বাভাবিক সংশোধন বাজারকে স্থিতিশীল রাখতে সহায়তা করছে।

বাংলাদেশের বাজারে রেকর্ড দামে স্বর্ণ বিক্রি বিনিয়োগকারীদের নতুন করে ভাবতে বাধ্য করেছে—বিশেষ করে যখন রুপার দাম অপরিবর্তিত রেখে সোনার উল্লম্ফন বিনিয়োগ ও ভোক্তা আচরণে নতুন প্রভাব ফেলতে পারে।

সূত্র: রয়টার্স, ইউবিএস, উইজডমট্রি, বাজুস, আন্তর্জাতিক বাজার তথ্য সংস্থা।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়