News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৩৪, ১২ নভেম্বর ২০২৫

নির্বাচনের আগে পুলিশ, র‍্যাব ও আনসারের নতুন ইউনিফর্ম

নির্বাচনের আগে পুলিশ, র‍্যাব ও আনসারের নতুন ইউনিফর্ম

ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই নতুন পোশাক সরবরাহের লক্ষ্যে পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর নতুন ইউনিফর্মের চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। এখন অর্থ বিভাগ থেকে বাজেট বরাদ্দ পেলেই নতুন পোশাক কেনার কাজ শুরু হবে। 

মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তিন বাহিনীর নতুন পোশাকের রঙ নির্ধারণ করা হয়েছে— পুলিশের পোশাক লোহার (Iron Grey) রঙের, র‍্যাবের জলপাই (Olive Green) এবং আনসারের সোনালি গমের (Golden Wheat) রঙের।

প্রথম ধাপে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা নতুন পোশাক পাবেন। পর্যায়ক্রমে সারাদেশের জেলা পুলিশেও তা বিতরণ করা হবে। আগে পুলিশ সদস্যরা বছরে চার সেট পোশাক পেতেন; এখন থেকে তা বাড়িয়ে পাঁচ সেট করা হচ্ছে।

বৈঠক সূত্রে জানা যায়, স্বরাষ্ট্র উপদেষ্টা জানুয়ারি মাসের মধ্যেই নতুন পোশাক কেনার কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন। এজন্য অর্থ বিভাগকে দ্রুত বাজেট বরাদ্দের আহ্বান জানানো হয়েছে। তিন বাহিনীর নতুন পোশাক প্রকল্পে ৬ থেকে ৭ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।

ছাত্র–জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই পুলিশ বাহিনী সংস্কার ও ইউনিফর্ম পরিবর্তনের উদ্যোগ নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জুলাই গণঅভ্যুত্থানের সময় সাধারণ পুলিশ সদস্যদের একটি দাবি ছিল— বর্তমান পোশাক পরিবর্তন করা।

আরও পড়ুন: মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে পেট্রোলবোমা বিস্ফোরণ

অন্তর্বর্তী সরকার চলতি বছরের শুরুতে বাংলাদেশ পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের নীতিগত সিদ্ধান্ত নেয়। মঙ্গলবারের বৈঠকে সেই প্রক্রিয়াই চূড়ান্ত অনুমোদন পেল।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব নাম প্রকাশ না করার শর্তে বলেন, পুলিশকে নতুন করে উৎসাহ দেওয়ার জন্য পোশাক পরিবর্তন করা হচ্ছে। আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৫ বছরের কর্মকাণ্ডে পুলিশের মনোবল অনেকটাই নষ্ট হয়ে গিয়েছিল।

তবে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, শুধু পোশাক বদলে বাহিনীর আচরণ বা দক্ষতা পরিবর্তন করা যায় না।

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ নুরুল হুদা বলেন, একটি বাহিনীর পোশাকের রঙ পরিবর্তন করে কার্যকলাপ পরিবর্তন করা যায় না। ব্রিটিশ আমলে পুলিশ খাকি পোশাক পরতো, যা এখনো শ্রীলঙ্কান পুলিশ পরে— তাদের দক্ষতা কমেনি। পোশাক নয়, প্রয়োজন অভ্যন্তরীণ সংস্কার।

তিনি আরও বলেন, গত ১৫ বছরে পুলিশের প্রশাসনিক ও নৈতিক কাঠামো ভেঙে পড়েছে; তাই বাহিনীর মধ্যে গঠনমূলক সংস্কার ও মনোভাব পরিবর্তন এখন সবচেয়ে জরুরি।

বিশ্বজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক নির্ধারিত হয় জলবায়ু, ঐতিহাসিক প্রেক্ষাপট ও সাংগঠনিক সংস্কৃতির ভিত্তিতে।

  • শীতপ্রধান দেশগুলোতে পুলিশ সাধারণত কালো বা গাঢ় রঙের পোশাক পরে, যাতে তাপমাত্রা ধরে রাখা যায়।
  • গরম বা নাতিশীতোষ্ণ দেশগুলোতে ব্যবহৃত হয় সাদা, খয়েরি বা হালকা রঙের পোশাক, যা তাপ শোষণ কম করে।
  • ভারতসহ দক্ষিণ এশিয়ায় খাকি পোশাকের প্রচলন মূলত ব্রিটিশ ঔপনিবেশিক ঐতিহ্য থেকে এসেছে।

সরকারের এই নতুন সিদ্ধান্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টির উদ্যোগ হিসেবে দেখা হলেও, অনেক বিশেষজ্ঞ মনে করছেন— বাহিনীর মনোভাব, দায়বদ্ধতা ও পেশাদারিত্বের সংস্কার ছাড়া কেবল পোশাক পরিবর্তন প্রতীকী পদক্ষেপই থেকে যাবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়