৩৮০ শিশুর জীবন বাঁচিয়ে গিনেস বুকে বলিউড গায়িকা পলক
পলক মুচ্ছল। ছবি: সংগৃহীত
বলিউডের জনপ্রিয় প্লেব্যাক গায়িকা পলক মুচ্ছল শুধু সুরেলা কণ্ঠ দিয়েই নয়, মানবসেবার ক্ষেত্রেও নজর কেড়েছেন বিশ্বজুড়ে। দুঃস্থ শিশুদের হার্ট সার্জারির দায়িত্ব নেওয়ার অসাধারণ উদ্যোগে এবার তার নাম উঠেছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস ও লিমকা বুক অফ রেকর্ডস–এ।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পলক তার স্বেচ্ছাসেবী সংগঠন ‘পলক পলাশ চ্যারিটেবল ফাউন্ডেশন’–এর মাধ্যমে ৩ হাজার ৮০০-রও বেশি শিশুর হৃদরোগের সার্জারির সম্পূর্ণ খরচ বহন করেছেন। এর মাধ্যমে তিনি মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।
ছোটবেলা থেকেই সমাজসেবায় আগ্রহী পলক। মাত্র সাত বছর বয়সে ট্রেনে যাত্রার সময় কিছু দুঃস্থ শিশুর কষ্ট দেখে তিনি প্রতিজ্ঞা করেন, একদিন তাদের পাশে দাঁড়াবেন। সেই লক্ষ্য থেকেই শুরু হয় তার মানবিক যাত্রা।
কার্গিল যুদ্ধে আহত জওয়ানদের চিকিৎসার জন্য গান গেয়ে মাত্র সাত-আট বছর বয়সে ২৫ হাজার টাকা সংগ্রহ করেছিলেন পলক। পরবর্তীতে এক স্কুলছাত্রীর হার্ট সার্জারির জন্য প্রায় ৫১ হাজার টাকা তহবিল সংগ্রহ করে তার দাতব্য কর্মকাণ্ডের আনুষ্ঠানিক সূচনা ঘটে।
এরপর জন্ম নেয় ‘পলক পলাশ চ্যারিটেবল ফাউন্ডেশন’। এই সংগঠনের মাধ্যমে আজ পর্যন্ত হাজারো শিশুর নতুন জীবন ফিরে পাওয়া সম্ভব হয়েছে।
আরও পড়ুন: মিথিলার জন্য ভোট চাইলেন জয়া আহসান
মানবতার এই যাত্রা সম্পর্কে পলক বলেন, “আমি যখন প্রথম সাত বছরের এক শিশুর জীবন বাঁচাতে পেরেছিলাম, তখনই বুঝেছিলাম- এটাই আমার জীবনের প্রকৃত উদ্দেশ্য। এখন আমার প্রতিটি কনসার্টই শিশুদের হার্ট সার্জারির জন্য উৎসর্গিত।”
গান ও সমাজসেবার এক অনন্য সমন্বয়ে পলক মুচ্ছল আজ বিশ্বজুড়ে অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








