ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন, পুড়ে গেছে নথিপত্র
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা বাজারে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে গুরুত্বপূর্ণ নথিপত্র ও আসবাবপত্র।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাত দুইটার দিকে ঘটনাটি ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, ব্যাংকের নাইটগার্ড প্রথমে আগুনের বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নির্বাপণ করে।
অগ্নিকাণ্ডে ব্যাংকের আসবাবপত্র ও একাধিক গুরুত্বপূর্ণ নথি পুড়ে ছাই হয়ে যায়, তবে টাকার ভল্ট অক্ষত রয়েছে।
আরও পড়ুন: উত্তরায় মাইক্রোবাসে আগুন
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে তিনি জানান।
নিউজবাংলাদেশ.কম/এসবি








