উত্তরায় মাইক্রোবাসে আগুন
ছবি: সংগৃহীত
রাজধানীর উত্তরায় একটি হায়েস মাইক্রোবাসে আগুনের ঘটনা ঘটেছে। দ্রুত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার (১২ নভেম্বর) সকাল ৭টা ১৮ মিনিটের দিকে উত্তরার জসীম উদ্দিন রোডে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইঞ্জিন ওভারহিটের কারণেই আগুনের সূত্রপাত হয়েছে। সময়মতো আগুন নিয়ন্ত্রণে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আরও পড়ুন: ময়মনসিংহে বাবা-মেয়েকে গলা কেটে হত্যা
এ বিষয়ে বিমানবন্দর থানার ওসি তাসলিমা আক্তার বলেন, “ঘটনাটি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নয়। চলন্ত অবস্থায় গাড়ির ইঞ্জিনে ত্রুটি দেখা দিলে আগুন লাগে। পরে চালক দ্রুত গাড়িটি সড়কের পাশে রেখে নিরাপদে সরে যান।”
নিউজবাংলাদেশ.কম/এসবি








