ময়মনসিংহে বাবা-মেয়েকে গলা কেটে হত্যা
ছবি: সংগৃহীত
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ঘরে ঢুকে বাবা-মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় পরিবারের আরেক সদস্যকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) ভোররাত ৪টার দিকে উপজেলার ভুবনপুরা হামিলখা গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহতরা হলেন- রতন মিয়া (৩৩) ও তার ৭ বছর বয়সী মেয়ে নুরিয়া আক্তার। আহত রতনের স্ত্রী জুলেখা আক্তার (২৭) বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, বুধবার ভোরের দিকে রতনের ঘর থেকে চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে যান। সেখানে গিয়ে তারা রক্তাক্ত অবস্থায় রতন ও তার মেয়েকে পড়ে থাকতে দেখেন। রতনের মরদেহ ঘরের মেঝেতে এবং মেয়ের মরদেহ খাটের ওপর পাওয়া যায়।
আরও পড়ুন: গাজীপুরে এক রাতে তিন বাসে আগুন
ওসি হাফিজুল ইসলাম বলেন, ঘটনার বিস্তারিত এখনও তিনি বলতে পারছেন না।
নিউজবাংলাদেশ.কম/এসবি








