গাজীপুরে এক রাতে তিন বাসে আগুন
ছবি: সংগৃহীত
গাজীপুরে এক রাতে তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টা থেকে ভোর ৩টার মধ্যে জেলার তিনটি পৃথক স্থানে এসব অগ্নিকাণ্ড ঘটে।
পুলিশ জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসন এলাকায়, ঢাকা-ময়মনসিংহ সড়কের শ্রীপুরে এবং চন্দ্রা-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় থেমে থাকা তিনটি বাসে আগুন দেয় অজ্ঞাত দুর্বৃত্তরা।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে চক্রবর্তী এলাকার জ্যোতি পাম্পের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুজন মোটরসাইকেল আরোহী যুবক। তারা দাহ্য পদার্থ নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এ সময় বাসের নিচে কাজ করছিলেন এক মিস্ত্রি, তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পান। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।
এরপর রাত আড়াইটার দিকে বাসন এলাকায় সড়কের পাশে থাকা ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। একই সময়ে শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ সড়কের পাশে থেমে থাকা আরেকটি বাসেও দাহ্য পদার্থ নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয় কয়েকজন যুবক। স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও বাসগুলোর বড় অংশ পুড়ে যায়।
আরও পড়ুন: পঞ্চগড়ে নামছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১২.৮ ডিগ্রি
গাজীপুর জেলা পুলিশ সুপার ডা. মো. জাবের সাদেক বলেন, “এক রাতে তিনটি স্থানে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”
নিউজবাংলাদেশ.কম/এসবি








