News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৪৮, ১২ নভেম্বর ২০২৫

চট্টগ্রামে নওফেলের বাসভবনে পুলিশি তল্লাশি, আটক ৭

চট্টগ্রামে নওফেলের বাসভবনে পুলিশি তল্লাশি, আটক ৭

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট এলাকার চশমা হিলে সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় বাসভবনে অবস্থানরত সাতজনকে আটক করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে পাঁচলাইশ থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি কর্মসূচিতে যোগদানের জন্য কয়েকজন ব্যক্তি নওফেলের বাসভবনে জড়ো হচ্ছেন—এই তথ্য একটি ফেসবুক পোস্টের মাধ্যমে পাওয়া যায়। পুলিশ সেই তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, আমরা একটি ফেসবুক পোস্ট পেয়েছি, যেখানে বলা হয়েছে ১৩ নভেম্বরের কর্মসূচি ঘিরে এখানে কিছু লোক জড়ো হচ্ছে। তথ্য ছিল, এদের জন্য বাইরে থেকে খাবার আসছে। তবে আমরা সে ধরনের কিছু পাইনি। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হচ্ছে।

আটক সাতজন নিজেদেরকে সাবেক শিক্ষামন্ত্রীর ছোট ভাই বোরহানুল হাসান চৌধুরী সালেহীনের যৌথ মালিকানাধীন রেস্তোরাঁ ‘ক্যাফে মিলানো’-এর কর্মচারী হিসেবে পরিচয় দিয়েছেন। ওই রেস্তোরাঁটি নগরের পূর্ব নাসিরাবাদে অবস্থিত, তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ রয়েছে। 

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন, পুড়ে গেছে নথিপত্র

পুলিশ জানায়, অনলাইন অর্ডারের মাধ্যমে খাবার সরবরাহ চালু থাকায় বাসার রান্নাঘরে খাবার রান্না ও প্যাকেটিং করা হতো। অভিযানের সময় সেই রান্নাঘরের সরঞ্জাম এবং অনলাইন ও নগদ বিলের দুটি মেশিনও জব্দ করা হয়েছে।

ওসি সোলাইমান আরও জানান, যাচাই-বাছাই করে দেখা হচ্ছে আটক ব্যক্তিদের মধ্যে কেউ নিষিদ্ধ ছাত্রলীগ বা ফ্যাসিস্ট সংগঠনের সঙ্গে যুক্ত কি না। যদি সংশ্লিষ্টতা পাওয়া যায়, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, মহিবুল হাসান চৌধুরী হলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরী-এর বড় ছেলে। এর আগে, আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রম এই বাসভবন থেকে পরিচালিত হতো। ৫ আগস্ট ২০২৪ সালের সরকার পরিবর্তনের আগে নওফেল নিজেও বাসভবনে থাকতেন।

অভিযানের সময় বাসায় পরিবারের কেউ উপস্থিত ছিলেন না। তবে পুলিশের অভিযান ও আটক জনসংখ্যা ছাড়াও বাসার সিসিটিভি ক্যামেরার ডিভিডিআর বক্সও জব্দ করা হয়েছে, যা পরবর্তী যাচাই-বাছাইয়ের জন্য থানায় রাখা হয়েছে।

পুলিশ জানায়, আগামীকাল (১৩ নভেম্বর) শহরে আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচীকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়