নোয়াখালীতে সড়কের বেহাল দশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
ছবি: নিউজবাংলাদেশ
নোয়াখালী সদর থেকে সুবর্ণচর পর্যন্ত প্রায় ২৪ কিলোমিটার দীর্ঘ সোনাপুর-আক্তার মিয়ার হাট সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পুরো সড়কজুড়ে অসংখ্য গর্ত ও খানাখন্দ সৃষ্টি হয়েছে, ফলে যানবাহন চলাচল মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এতে প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষসহ নারী ও শিশুরা।
সরেজমিনে দেখা গেছে, সদর উপজেলার ধর্মপুর বাংলা বাজার মোড় থেকে সুবর্ণচর উপজেলার আক্তার মিয়ার হাট পর্যন্ত সড়কের কোথাও ভাঙা পিচ, কোথাও কাদার স্তূপ—সব মিলিয়ে যানবাহন চলাচল প্রায় বন্ধ হওয়ার উপক্রম। সড়কের বেহাল দশায় দুর্ঘটনার হার বেড়েছে; একইসঙ্গে ব্যাহত হচ্ছে পণ্য পরিবহন ও ব্যবসা-বাণিজ্য।
স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি একসময় সদর ও সুবর্ণচর উপজেলার মধ্যে গুরুত্বপূর্ণ যোগাযোগের পথ ছিল। কিন্তু কয়েক বছর ধরে নিয়মিত সংস্কার না হওয়ায় এখন এটি চরম দুরবস্থায় পড়েছে। শিশুদের স্কুলে যাওয়া, রোগীদের হাসপাতালে নেওয়া—সব ক্ষেত্রেই ভোগান্তি বাড়ছে। বর্ষা মৌসুমে সড়কটি নদীর মতো হয়ে যায় বলেও তারা অভিযোগ করেন।
একজন স্থানীয় ব্যবসায়ী বলেন, এখন পণ্য আনতে সময় লাগে দ্বিগুণ, ভাড়াও বেড়ে গেছে। ক্রেতারা দোকানে আসে না, ব্যবসা একপ্রকার বন্ধের মুখে।
আরও পড়ুন: নোয়াখালীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে দুই কলেজ শিক্ষার্থীসহ নিহত ৬
একজন পরিবহনচালক জানান, গর্তে পড়ে গাড়ি প্রায়ই নষ্ট হয়, যাত্রীরা পড়ে গিয়ে আহত হয়। সড়কটি দ্রুত মেরামত না করলে আমাদের আয়-উপার্জন বন্ধ হয়ে যাবে।
স্থানীয়রা আরও বলেন, কয়েক বছর আগে সড়কটি আঞ্চলিক সড়ক হিসেবে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের আওতায় নেওয়া হলেও এরপর কোনো সংস্কার হয়নি। মাঝে মাঝে মাটি ফেলে অস্থায়ী মেরামত করা হলেও কয়েক সপ্তাহের মধ্যেই তা আবার ভেঙে পড়ে।
এ বিষয়ে নোয়াখালী সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, সোনাপুর–আক্তার মিয়ার হাট সড়কের বাংলা বাজার মোড় থেকে আক্তার মিয়ার হাট পর্যন্ত অংশটি গত বছর এলজিইডি থেকে সওজের আওতায় আনা হয়েছে। সড়কটির সংস্কারের জন্য আমরা ইতোমধ্যে প্রকল্প প্রস্তাব পাঠিয়েছি। অর্থ বরাদ্দ পেলেই কাজ শুরু হবে।
স্থানীয়দের মতে, দক্ষিণ নোয়াখালীর এই গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কার না হলে দুই উপজেলার যোগাযোগ ব্যবস্থা ও স্থানীয় অর্থনীতি স্থবির হয়ে পড়বে। তাই সড়কটির দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন তারা।
নিউজবাংলাদেশ.কম/পলি








