News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৪৩, ১৪ নভেম্বর ২০২৫

নারীদের বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়: সেনাপ্রধান

নারীদের বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়: সেনাপ্রধান

ছবি: সংগৃহীত

দেশের জনসংখ্যার অর্ধেকই নারী, তাদের বাদ দিয়ে উন্নয়নের পরিকল্পনা করা কখনোই সঠিক হবে না বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। 

তিনি বলেন, দেশের উন্নয়নের স্বার্থে নারীদের দক্ষভাবে গড়ে তুলতে হবে।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে অনুষ্ঠিত পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে সেনাপ্রধান এসব কথা বলেন। তিন দিনব্যাপী এই প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে কলেজের প্রাক্তন ক্যাডেটরা অংশ নিয়েছিলেন।

সেনাপ্রধান আরও বলেন, আমরা অনেকেই শিক্ষিত, কিন্তু সুশিক্ষিত নই। ভালো রেজাল্ট করি, ভালো জিপিএ পেয়ে উত্তীর্ণ হই, বিশ্ববিদ্যালয়ে ভালো করি, পিএইচডি করি, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করি, কিন্তু নৈতিকতার অভাব থাকায় অনেক সময় আমরা যথাযথভাবে কাজ করতে পারি না। দেশের জন্য আমাদের যে কাজ করার সুযোগ আছে, সেটি পুরো মনোযোগ দিয়ে করতে হবে।

আরও পড়ুন: ঢাকা ও আশপাশের জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

তিনি প্রাক্তন ক্যাডেটদের উদ্দেশ্যে আরও বলেন, সবার আগে ভালো মানুষ হতে হবে। নীতি-নৈতিকতার সঙ্গে দেশের জন্য কাজ করতে হবে। যাদের টাকায় আমরা বেতনভুক্ত, পড়াশোনা করেছি, পড়াশোনা করছি, তাদের জন্য আমাদের দায়িত্ব পালন করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আখতার চৌধুরী, পুলিশ সুপার মো. আব্দুল ওয়াহাব, কলেজের অধ্যক্ষ আরিফুল, সেনা প্রধানের স্ত্রী কমলিকা জামান, প্রাক্তন ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি মৌসুমী শিখা এবং বিভিন্ন স্তরের সেনা কর্মকর্তা, শিক্ষক ও কর্মকর্তারা।

সেনাপ্রধানের এই বক্তব্য নারীদের ক্ষমতায়ন এবং নৈতিক শিক্ষার গুরুত্ব পুনর্ব্যক্ত করে, যা দেশের সার্বিক উন্নয়ন ও সমাজে ন্যায্যতার প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়