News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২৬, ১৫ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ২০:৩৮, ১৫ সেপ্টেম্বর ২০২৫

তরুণদের নেতৃত্বে দেশ উন্নয়নের আহ্বান প্রধান উপদেষ্টার

তরুণদের নেতৃত্বে দেশ উন্নয়নের আহ্বান প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তরুণদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ একটি উন্নত, মানবিক ও উদ্ভাবনী রাষ্ট্র হিসেবে বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াবে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ড. ইউনূস বলেন, দেশের যুব সমাজ উদ্যমী ও উদ্ভাবনী শক্তিতে বলীয়ান হলে কোনো প্রতিবন্ধকতা অগ্রযাত্রাকে থামাতে পারবে না। তরুণরাই দেশের চালিকাশক্তি। তারা শিক্ষাক্ষেত্র ছাড়াও স্বাস্থ্যসেবা, পরিবেশ সুরক্ষা, দারিদ্র্য বিমোচন ও সামাজিক ন্যায়বিচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি আরও বলেন, স্বেচ্ছাসেবা কেবল আর্তমানবতার কল্যাণের জন্য নয়, এটি আত্মউন্নয়ন, চরিত্র গঠন ও নেতৃত্ব বিকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ক্ষুদ্র প্রচেষ্টা অনেক মানুষের জীবন ও দেশের উন্নয়নে বিশাল প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুন: যৌক্তিক বেতন কাঠামো নির্ধারণের নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা তরুণদের মেধা, উদ্ভাবনী শক্তি ও নেতৃত্বের দক্ষতা ব্যবহার করে সমাজ ও দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, অনুষ্ঠানে দেশ গঠনে অবদানের জন্য ১২ তরুণকে নগদ এক লাখ টাকা বা প্রাইজবন্ড, সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেটসহ ইয়্যুথ অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান করা হয়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়